বিশ্ববাংলা শারদ সম্মানে পুরস্কৃত জাগলার উত্তম দাস

নীলেন্দু শেখর ত্রিপাঠী : রেড রোডে বিসর্জনের কার্নিভালে ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য বিশ্ববাংলা শারদ সম্মানে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হলো ফুটবল জাগলার উত্তমা দাসকে। হাওড়া জেলার বালির সতীশ চক্রবর্তী লেনের উত্তম দাসের জীবন জুড়ে রয়েছে ফুটবল। তবে তিনি মাঠে খেলেন না। কিন্তু ফুটবলকে নিয়ে এমন কারসাজি করতে পারে, যা অনেক বড়ো ফুটবলারই অবাক হয়ে যাবেন। মাথায় বল নিয়ে বাইক চালানো, ২৫ মিনিটে ৯০ ধাপের সিড়ি পিছন দিক দিয়ে নামা, দুই বলের উপরে পা রেখে বালি ব্রিজ অতিক্রম করা ও মাথায় বল নিয়ে দক্ষিণেশ্বর থেকে বালি প্রায় দেড় কিলোমিটার সাঁতার কেটে পারপার করা, এরকম বহু নজিরই আছে তাঁর। বিভিন্ন সর্বভারতীয় চ্যানেলের রিয়েলিটি শো-তে তাঁর জাগলিং প্রদর্শন প্রশংসিত হয়েছে। ভারতের আন্তর্জাতিক ম্যাচ ও মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচেও তিনি ফুটবল জাগলিং করে দেখিয়েছেন। কিন্তু তাঁর জীবনে সবথেকে স্মরণীয় মুহূর্ত হলো বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবলের জাদুকর মারাদোনার সামনে জাগলিং করে দেখানো। মারাদোনা অভিভূত হয়ে গিয়ে তাঁকে বুকে জড়িয়ে ধরে পিঠ চাপড়ে দিয়েছিলেন। ইউনিক ওয়ার্ল্ড রেকর্ডের বইয়ে তাঁর কীর্তি স্থান পেয়েছে।

অবশেষে বিশ্ব বাংলা শারদ সম্মানও তাঁর মুকুটে আরও একটি পালক যোগ করল। কিন্তু তাঁর অধরা স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তিনি অবিচল, তা হলো গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড-এ নাম লেখানো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*