বিশ্ববাংলা শারদ সম্মান

রফিকুল জামাদার : আজ নজরুল মঞ্চে সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা পরিবেশ, সেরা সাবেকি, সেরা ট্যাবলো-সহ ৮টি বিভাগে বিশ্ববাংলা শারদ সম্মানে সম্মানিত করা হলো।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, বাংলা যা পারে তা অন্য কেউ পারে না। মহারাষ্ট্র মহরম ও গণপতি পুজো একসঙ্গে করে দেখাতে পারবে না। বাংলা সব পারে। বাংলা করে দেখিয়েছে। অনেক চক্রান্ত করা হয়েছে তাও শান্তিতে আমরা উৎসব কাটিয়েছি। পুজো কমিটিগুলিকে ধন্যবাদ। আগামী বছর কানির্ভালে ৮০টি পুজো কমিটি অংশ নেবে। পাশাপাশি সারা রাজ্যে কার্নিভাল হবে। বিশ্বকাপ ফুটবল খেলা চলছে। বিদেশিরা পুজো দেখতে আসবেন। তাঁদের সাথে সহযোগিতা করুন। তাঁরা যেন ফিরে গিয়ে বলে, বাংলাই সেরা।

কালীপুজোর সময় শব্দ নিয়ন্ত্রণে রাখবেন। বাজি পোড়াতে গিয়ে কোনও দুর্ঘটনা যাতে না ঘটে খেয়াল রাখবেন। কালীপুজো কমিটিগুলিকে বলছি, শান্তিপূর্ণভাবে পুজো করবেন।

কলকাতা পুলিশের পক্ষ থেকেও ‘সেফ ড্রাইভ সেভ লাইভ’ সচেতনতা বৃদ্ধির জন্য পুরস্কৃত করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*