নাট্য কর্মশালায় ছাত্রীদের কুপ্রস্তাব প্রশিক্ষকের, তৎপর প্রশাসন

নাট্য কর্মশালায় ছাত্রীদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠলো খোদ প্রশিক্ষকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বর্ধমানে। ৮ থেকে ১৩ অক্টোবর বর্ধমানের রবীন্দ্রভবনে ছ-দিনের নাট্য প্রশিক্ষণ শিবির চলছে। রাজ্য সরকারের উদ্যোগে ও মিনার্ভা নাট্য চর্চার ব্যবস্থাপনায় এই কর্মশালা হচ্ছে। প্রশিক্ষক ও প্রশিক্ষিতদের সকলেরই রাতে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে বর্ধমান ভবনে। দুই বর্ধমান ও বীরভূম জেলার মোট ২১ জন ছাত্র-ছাত্রী নাট্য কর্মশালায় অংশ নিয়েছেন। তার মধ্যে ৭ জন ছাত্রী আছেন। মূলত ছাত্রীদের অভিযোগ প্রশিক্ষক প্রেমাংশু রায় রাতে মদ্যপ অবস্থায় ছাত্রীদের ফোন ও দরজায় ধাক্কা দিয়ে তাদের ডাকছেন। ছাত্রীদের পরিস্কার বলা হচ্ছে তার সঙ্গে মাত্র এক ঘণ্টা রাত কাটালে এক বছর মিনার্ভায় নাটক করার সুযোগ মিলবে। প্রস্তাবে রাজি না হওয়ায় তারা নাট্য কর্মশালার কো-অর্ডিনেটর সুকুমার ঘোষকে গোটা বিষয়টি জানানোর পর গতকাল প্রেমাংশু রায়কে কর্মশালায় অংশ নিতে দেওয়া হয়নি। এরপর তিনি রাতে রীতিমত ছাত্র-ছাত্রীদের হুমকি দেন। অভিযোগ নাট্যকার তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর নাম নিয়ে তিনি বলেন, কলকাতায় গেলে দেখে নেওয়া হবে।

এই ঘটনার পর নড়েচড়ে বসে প্রশাসনিক মহল। নবান্ন থেকে কাজল ভট্টাচার্য, গোবিন্দ দাস ছুটে আসেন বর্ধমান রবীন্দ্রভবনে। সঙ্গে আছেন জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক কুশল চক্রবর্তী। তারা আলাদাভাবে কথা বলছেন ছাত্র-ছাত্রীদের সঙ্গে। বৈঠক শেষে জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক জানান, ছাত্র-ছাত্রীদদের কাছে অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত প্রিয়াংশু রায়কে বিভাগীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রশিক্ষকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই বিষয়ে তার বিরুদ্ধে কোন আইনি পদক্ষেপ নেওয়া হবে কিনা সে বিষয়ে কোন উত্তর পাওয়া যায়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*