১০ বছর ধরে নিয়োগের অপেক্ষা, আজ আপার প্রাইমারী চাকরিপ্রার্থীদের ধর্মতলায় বিক্ষোভ

রোজদিন ডেস্ক :- ফের নিয়োগের দাবিতে মিছিল করলো ধর্মতলায় চাকরিপ্রার্থীরা। বুধবার দুপুরে ২০১৫ সালের উচ্চ মাধ্যমিক চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখান। অবরূদ্ধ হয়ে যায় ধর্মতলা পুরো এলাকা।
দশ বছর আগে ৯ হাজার প্রার্থীর লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, কাউন্সেলিং হয়ে গিয়েছিল। কিন্তু সবকিছুর পরও আটকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া। শীঘ্রই স্কুলে নিয়োগের দাবিতে বুধবার ফের রাজপথে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা।
এদিন উচ্চ প্রাইমারি চাকরিপ্রার্থীদের অবস্থান ধর্না মঞ্চের ৫০০ তম দিনে ধর্মতলার মাতঙ্গিনী হাজরার মূর্তির পাস থেকে মিছিল শুরু হয়। শহীদ মিনার, ডরিনা ক্রসিং হয়ে ওয়াই চ্যানেলে গিয়ে মিছিল শেষ হয়।
চাকরিপ্রার্থীদের একটাই দাবি ২০১৪-২০২৪ সাল দীর্ঘ ১০ বছর তাঁরা নিয়োগের জন্য অপেক্ষা করে রয়েছেন। মুখ্যমন্ত্রীর কাছে তাঁরা একাধিকবার বিষয়টি জানিয়েছেন। কিন্তু কোনও সুরাহা হয়নি। এমনকি চাকরিপ্রার্থীদের মধ্যে অনেকের নির্দিষ্ট বয়স পেরিয়ে গিয়েছে। আবার কাউন্সিলিং হলেও স্কুলে চাকরিতে যোগদান করতে পারছেন না অনেকেই। সমস্ত অভিযোগ নিয়ে এদিন বিক্ষোভে সামিল হন চাকরিপ্রার্থীরা।
গত সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ঐতিসাহিক রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। এক ধাক্কায় চাকরি হারিয়েছেন স্কুলে কর্মরত ২৫,৭৫৩ শিক্ষক শিক্ষিকা। আদালতের রায়ে কার্যত মাথায় হাত পড়েছে বহু শিক্ষক-শিক্ষাকর্মীর।
২০১৬ সালের পুরো প্যানেলই বাতিল করে দিয়েছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পর একদিকে যখন ২৫ হাজারের বেশি জনের চাকরি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, অন্যদিকে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া দশ বছর ধরে আটকে আছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*