পুলওয়ামা হামলার পুনরাবৃত্তি, জম্বু- কাশ্মীরে বায়ু সেনার কনভয়ে হামলা, নিহত ১ আহত ৪

রোজদিন ডেস্ক :- পূর্বের ঘটনার ফের পুনরাবৃত্তি।
পুলওয়ামার মর্মান্তিক ঘটনার ঘা এখনো শুকায়নি। আবার হলো সেই হামলা।

শনিবার জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় ভারতীয় বায়ুসেনার কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। হামলায় শহিদ হন ১ জওয়ান। আহত হয়েছেন আরও ৪ জন। এদের মধ্যে একজনের অবস্থা অতি সঙ্কটজনক বলেই জানা গিয়েছে। হামলার পর থেকেই সংঘর্ষস্থলে মোতায়েন রয়েছে বায়ুসেনার গরুড় স্পেশাল ফোর্স। রাতেই সেনার অতিরিক্ত বাহিনীও পৌঁছয়। রাত থেকেই শুরু হয়েছে তল্লাশি অভিযান। জম্মু-কাশ্মীর পুলিশও একযোগে তল্লাশি চালাচ্ছে। পুঞ্চ সংলগ্ন এলাকাগুলির সমস্ত গাড়িও চেকিং করা হচ্ছে।
ইতিমধ্যে অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে উপত্যকায়। রাত থেকেই চলছে তল্লাশি।

জানা গিয়েছে, শনিবার জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার সুরানকোট দিয়ে বায়ুসেনার কনভয় যাওয়ার সময়ই হামলা চালায় জঙ্গিরা।
এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে বায়ুসেনার কনভয় লক্ষ্য করে। গাড়ির উইন্ডশিল্ডেই কমপক্ষে এক ডজন গুলির চিহ্ন মিলেছে। এতেই আন্দাজ করা যাচ্ছে, কীভাবে সৈনদল লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয়েছিল।

তদন্ত এখনো চলছে, তবে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে যে গত বছর ডিসেম্বর মাসে পুঞ্চে যে জঙ্গি গোষ্ঠী হামলা চালিয়েছিল, তারাই পুনরায় হামলা চালিয়েছে। ২১ ডিসেম্বরের ওই হামলায় শহিদ হয়েছিলেন ৪ জওয়ান, জখম হয়েছিলেন আরও ৩ জন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*