রোজদিন ডেস্ক :- এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এবার অযোগ্য চাকরী প্রাপকদের খোঁজে সিবিআই। ইতিমধ্যেই ২৫০০ জনের বেশি নামের তালিকা তাঁরা পেয়েছেন, চলছে তাঁদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া। শেষ পাওয়া খবরে ২০০জনকে তলব করা হয়েছে, আজকে আরো ৪০ জনকে ডাকা হয়েছে।
হাই কোর্টের নির্দেশানুযায়ী প্রত্যেক কে জিজ্ঞাসাবাদ করতে হবে, এবং সেটা রেকর্ডিং করতে হবে। সেই অনুযায়ীই ধাপে ধাপে তাঁদের তলব করা হবে।
ইতিমধ্যে যে ২০০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁদের বয়ান রেকর্ড করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই স্বীকার করেছেন যে হ্যাঁ, তাঁদের বেআইনি ভাবে নিয়োগ করা হয়েছে। অনেকে বলেছেন ফাঁকা ওএমআর শিট জমা করেছেন। আবার কেউবা বলেছেন তাঁরা কোনও বেআইনি কাজ করেননি।
২৫০০ জনের বেশি তালিকা তে যাদের নাম আছে, তাঁদের জেলা ভিত্তিক, ধাপে ধাপে সিবিআই তলব করে জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা যায়। এখন হাওড়া জেলায় খোঁজ চালাচ্ছে সিবিআই অফিসাররা।
Be the first to comment