কংগ্রেসকে মাতামাতি করতে বারণ করলেন সুব্রহ্মণ্যম স্বামী

টু-জি স্পেকট্রাম দুর্নীতি মামলায় সব দোষীদের বেকসুর খালাস করেছে সিবিআইয়ের বিশেষ আদালত৷ এই রায়ের পর স্বভাবতই খুশি রাহুল এন্ড কোং৷ মূলত, ইউপিএ আমলেই ফাঁস হয় ১ লক্ষ ৭৬ হাজার কোটি টাকার টুজি দুর্নীতি৷ তবে এই রায় নিয়ে এখনই কংগ্রেসকে মাতামাতি না করার পরামর্শ দিলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী৷

পাশাপাশি তিনি মনে করিয়ে দেন, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় তামিলনাড়ুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতাকে কর্ণাটক হাইকোর্ট মুক্তি দিলেও সুপ্রিম কোর্টের রায়ে তাকে জেলে যেতে হয়েছিল৷ এমনকী মুখ্যমন্ত্রীর পদও খোয়াতে হয় আম্মাকে৷ টু-জি স্পেকট্রাম কেলেঙ্কারি মামলার রায় অখুশি করেছে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীকে৷ ইউপিএ সরকারের আমলে তিনিই প্রথম কোটি কোটি টাকার এই দুর্নীতির নিয়ে সরব হয়েছিলেন৷ এদিন রায়ের অখুশী হয়ে কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে হাইকোর্টে আবেদন করার আর্জি জানিয়েছেন বিজেপির এই সাংসদ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*