সন্দেশখালির রেখাকে ফোন প্রধানমন্ত্রী মোদির, ‘শক্তি স্বরূপা’ সম্বোধন নমোর

বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ফোনে রেখাকে ‘শক্তি স্বরূপা’ বলে সম্বোধন করেছেন প্রধানমন্ত্রী। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য রেখার ভোট প্রচার কেমন চলছে, সেই সব বিষয়ে খোঁজখবর নেন মোদী। জানা যাচ্ছে, এলাকায় যে বিজেপির জন্য আমজনতার সমর্থন বেড়েছে, প্রধানমন্ত্রীর কাছে সে কথাও তুলে ধরেছেন বসিরহাটের বিজেপি প্রার্থী। উল্লেখ্য, যে সন্দেশাখালি ঘিরে উত্তপ্ত হয়েছে বাংলা তথা গোটা দেশের রাজনীতি, সেই সন্দেশখালির অন্যতম প্রতিবাদী মুখ হলেন রেখা পাত্র। প্রধানমন্ত্রীর সঙ্গে রেখার কথোপকথনের সময় প্রধানমন্ত্রী মোদী রেখার সাহসিকতার জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী রেখাকে বলেন, ‘আপনার যে আত্মবিশ্বাস রয়েছে, আমি নিশ্চিত আপনি ঠিক দিল্লিতে পৌঁছাবেন। আপনি নিশ্চয়ই নির্বাচনে জিতে আসবেন।’ রেখা জানালেন, প্রায় মিনিট পনেরো প্রধানমন্ত্রী কথা বলেছেন তাঁর সঙ্গে।

যখন বসিরহাটের প্রার্থী হিসেবে রেখার নাম ঘোষণা হল, তখন এলাকার সামগ্রিক চিত্র কেমন ছিল, সেই বিষয়ে সন্দেশখালির আন্দোলনের অন্যতম মুখ রেখার থেকে জানতে চান নমো। প্রধানমন্ত্রী মোদীকে রেখা বলেন, ‘শুধু সন্দেশখালিই নয়, গোটা বসিরহাট লোকসভা কেন্দ্রের মা-বোনেরা অত্যাচারিত হয়েছেন বিগত দিনগুলিতে।’ সন্দেশখালির অভিযুক্তদের যাতে কঠোর সাজা হয়, প্রধানমন্ত্রীর কাছে সেই কথাও বলেন রেখা। বসিরহাটের বিজেপি প্রার্থী বলেন, ‘২০১১ সাল থেকে আমরা ভোট দিতে পারিনি। এবার আমরা সম্পূর্ণ নিরাপত্তার সঙ্গে ভোট দিতে পারব। সন্দেশখালির মা-বোনেরা এতে আরও খুশি হবে।’ প্রধানমন্ত্রীও তাঁকে আশ্বস্ত করেন, রেখার উদ্বেগের কথা নির্বাচন কমিশনের দরবারে পৌঁছে যাবে এবং কমিশন নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*