বরাহনগর বিধানসভা কেন্দ্রে সজলকে প্রার্থী করল বিজেপি

বিধায়ক পদে ইস্তফা দিয়েই ফুলবদল করেছেন উত্তর কলকাতার বিজেপির প্রার্থী তাপস রায়। তাঁর ছেড়ে যাওয়া বরাহনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে এবার সজল ঘোষকে প্রার্থী করল বিজেপি। লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গেই সমান্তরালভাবে বিধানসভা নির্বাচন ও বিধানসভা উপনির্বাচনও আয়োজিত হচ্ছে। সেক্ষেত্রে এবার বরাহনগরে তাপসের ছেড়ে দেওয়া আসনে সজলের উপরেই আস্থা রাখল বিজেপি নেতৃত্ব। কলকাতা পুরনিগমে অন্যতম চর্চিত বিরোধী মুখ সজল ঘোষ। পুরনিগমে বিরোধী কাউন্সিলর হিসেবে অবিরাম চাপ তৈরি করে গিয়েছেন শাসক শিবিরের উপরে। এবার সজলের সাংগঠনিক অভিজ্ঞতাকে বিধানসভার পরিষদীয় রাজনীতিতে ব্যবহার করতে চাইছে পদ্ম শিবির।

উপনির্বাচনের প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই বেশ আত্মবিশ্বাসী সজল ঘোষ। প্রথম প্রতিক্রিয়ায় জানালেন, ‘মানুষের আশীর্বাদ নিয়ে জিতব। কথা দিয়ে গেলাম। আমার মতো একজনের উপর দল যখন বিভিন্ন ক্ষেত্রে আস্থা রাখে, তখন মন থেকে নিজেকে শক্ত করছি এবং শপথ নেওয়ার অঙ্গীকার করছি। দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব পালন করে, জিতিয়ে দলকে দেখাব।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*