রবিশঙ্করের সঙ্গে বৈঠক সারলেন ৬ সদস্যের মুসলিম প্রতিনিধিদল

বাবরি মসজিদ-রাম জন্মভূমি বিতর্কের মধ্যেই আবারও আসরে নেমে পড়লেন শ্রী শ্রী রবিশঙ্কর। শুক্রবার, আর্ট অব লিভিং সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক হয় অল ইন্ডিয়া মুসলিম পার্সনাল ল বোর্ড-এর সদস্য মৌলানা সঈদ সলমন হুসেইনি নাদভির। এদিন বেঙ্গালুরুতে প্রায় তিন ঘন্টা রবিশঙ্করের সঙ্গে বৈঠক হয় ৬ সদস্যের মুসলিম প্রতিনিধিদলের। জানা গিয়েছে, বৈঠকে অযোধ্যার বিতর্কিত জমিতে মন্দির তৈরির জন্য ঐকমত্য স্থাপন, সব পক্ষের কাছে গ্রহণযোগ্য সমাধানসূত্র খুঁজে বের করার ব্যাপারে কথা হয়েছে। নাদভি ছাড়াও প্রতিনিধিদলে ছিলেন উত্তরপ্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ড চেয়ারপার্সন জুফার ফারুকি, প্রাক্তন আমলা আনিস আনসারি, আইনজীবী ইমরান আহমেদ, তিলিওয়ালি মসজিদের মৌলানা ওয়াসিফ হাসান রিজভি ও অবজেকটিভ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট-এর ডিরেক্টর আতহার হুসেন।

প্রসঙ্গত, অযোধ্যা বিতর্কে এলাহাবাদ হাইকোর্টের ২০১০ সালের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জমা পড়া পিটিশনের শুনানি চলছে। বৃহস্পতিবারই প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি এস আবদুল নাজিরের বেঞ্চ ১৩টি পিটিশনের শুনানি শুরু করে। দু’সপ্তাহের মধ্যে তার সব ইংরেজি অনুবাদ করে পেশ করতে হবে। পরের শুনানি হবে ১৪ মার্চ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*