রণক্ষেত্র রায়গঞ্জ

পথ দুর্ঘটনায় ছাত্র মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়ে উঠলো রায়গঞ্জ। শুক্রবার শিলিগুড়ি মোড়ের কাছে একটি লরির ধাক্কায় মৃত্যু হয় দশম শ্রেণির এক ছাত্রের। আর মৃত্যুর পরই অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। পুলিশকে লক্ষ করে চলে ইঁটবৃষ্টি, ছোঁড়া হয় বোমা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠি চালাতে হয়। ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল। দীর্ঘ আড়াই ঘণ্টা পর আয়ত্বে আসে পরিস্থিতি।

জানা গিয়েছে, প্রতিদিনের মত এদিনও সাইকেলে চেপে স্কুলে যাচ্ছিল সুদর্শনপুর দ্বারিকাপ্রসাদ উচ্চ বিদ্যাচক্রের দশম শ্রেণির ছাত্র প্রদীপ চট্টোপাধ্যায়। শিলিগুড়ি মোড়ের কাছে আচমকাই তাঁর সাইকেলের পিছনে ধাক্কা মারে একটি লরি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছাত্রের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, পথ নিরাপত্তায় নজর না দিয়ে তোলা তুলতেই ব্যস্ত থাকে পুলিশ। যার জেরেই ঘটেছে এমন দুর্ঘটনা। এরপরই ভাঙচুর করা হয় পুলিশ কিয়স্ক। পুলিশকে লক্ষ করে চলে ইটবৃষ্টি। বোমাও ছোঁড়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা লাঠিচা‍র্জ করে পুলিশ। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেলও। নামানো হয় র‍্যাফ, কমব্যাট ফোর্স। দীর্ঘ আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*