বিহার ও উত্তর প্রদেশের ৫ টি আসনে উপনির্বাচন, ফল ঘোষণা ১৪ মার্চ

দুই রাজ্যের লোকসভা আসনে উপ-নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন৷ আগামী ১১ মার্চ বিহার ও উত্তর প্রদেশ দুই রাজ্যের মোট ৫ টি আসনে উপনির্বাচন হবে৷ ফলাফল ঘোষণা হবে ১৪ মার্চ৷

মূলত, ওই দিনই উত্তর প্রদেশের ফুলপুর ও গোরক্ষপুর এই দুই লোকসভা আসনে উপনির্বাচন হবে৷ গোরক্ষপুর লোকসভা কেন্দ্রের সাংসদ যোগী আদিত্যনাথ৷ কিন্তু গত বছর বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুলভাবে জয়লাভের পর তিনি হন রাজ্যের মুখ্যমন্ত্রী৷ অন্যদিকে ফুলপুর কেন্দ্রের সাংসদ কেশব প্রসাদ মৌর্য উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পান৷ এই দু’জনেই উত্তরপ্রদেশ বিধানসভার সদস্য হয়ে যাওয়ায় লোকসভা আসন দুটি খালি পড়ে যায়৷ যার ফলেই উপনির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়ে।

ওদিকে বিহারের আরারিয়া, ভাবুয়া ও জেহানাবাদ লোকসভা আসনে উপনির্বাচন হবে ওই দিনেই৷ নির্বাচন কমিশন জানিয়েছে, ৫ টি আসনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২০ ফেব্রুয়ারি৷ প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ২৩ ফেব্রুয়ারি৷ সব নির্বাচনী কেন্দ্রে ভিভিপ্যাট ব্যবহার করা হবে বলে খবর৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*