অবশেষে মুক্তি পেলো পদ্মাবত

বৃহস্পতিবার মুক্তি পেলো পদ্মাবত। নাম বদলে হয়েছে পদ্মাবত। দর্শকদের মতে ছবিতে রাজপুতদের যথাযথ সম্মান রক্ষা করেছেন সঞ্জয় লিলা বনশালি। নানা বাধা, নানা বিতর্ক, বিরোধের মাঝেই মুক্তি পেয়েছে পদ্মাবত ৷ তবে বিরোধ চলছে অনবরত ৷ দেশের নানা কোণায় সিনেমা হলে ভাঙচুড়, বাসে আগুনের মধ্যে দিয়ে ছবির মুক্তি নিয়ে বিরোধিতায় করণি সেনারা ৷ এরই মাঝে ফের দীপিকার নাক কাটার হুমকি দিল কানপুরের এক ক্ষত্রিয় সংগঠন ৷

বিতর্ক থেকে আক্রমণ, মামলা। পদ্মাবতি থেকে পদ্মাবত নাম পরিবর্তন। সব পেরিয়ে অবশেষে দিনের আলো দেখলো পদ্মাবত। পদ্মাবতের মুক্তি ঘিরে বুধবার সকাল থেকেই দেশের বিভিন্ন কোণায় বিরোধ, বিক্ষোভে মেতেছে করণি সেনারা৷ আমেদাবাদ, মীরটের রাস্তায় চলছে ছবি মুক্তির প্রতিবাদে জ্বলছে আগুন ৷ অশান্তির আশঙ্কায় সতর্ক প্রশাসন ৷

গুজরাট, রাজস্থান, হরিয়ানা ও উত্তরপ্রদেশে একাধিক জায়গায় ভাঙচুর, আগুন, অবরোধে ত্রস্ত শহরাঞ্চল। পরিস্থিতি সামলাতে পুলিশি কড়াকড়ি বাড়লেও আতঙ্কে বহু সিনেমাহল মালিকই ছবি দেখাতে রাজি নন। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই করণী সেনার হুমকি যে কোনও মূল্যে ছবি মুক্তি ঠেকাবেই তারা। ৪ রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা ৷ রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, গোয়া ৷ এই ৪ রাজ্য কর্তব্যপালনে ব্যর্থ বলে আবেদনে দাবি ৷ আইন-শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ বলে অভিযোগ ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*