পদ্মাবত মুক্তি ঘিরে বিভিন্ন রাজ্যে উত্তপ্ত পরিস্থিতি

সঞ্জয় লীলা বনশালির পদ্মাবত মুক্তির জেরে বুধবার থেকেই দেশের নানা প্রান্তে করনি সেনার তাণ্ডবের একের পর এক ঘটনা সামনে আসছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান সহ একাধিক রাজ্যে সিনেমা হলগুলির সামনে জোরদার নিরাপত্তার ব্যবস্থা করা হয়। পুলিশ মোতায়েন করা হয়েছে তেলেঙ্গানা, মুম্বই ও আগ্রার মাল্টিপ্লেক্সগুলির সামনে। পদ্মাবতের মুক্তির প্রতিবাদে বুধবার গুরুগ্রামে একটি স্কুলবাসে হামলা চালিয়েছিল করনি সেনার সদস্যরা। ৫০-৬০ জনের একটি দল পাথর ছোঁড়ে এবং বাসের কাচ ভাঙচুর করে। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার গুরুগ্রামের বেশ কয়েকটি স্কুল বন্ধ রাখা হয়েছে।

পাশাপাশি আমেদাবাদেও চলে করনি সেনার তাণ্ডব। শপিং মলে এবং সিনেমা হলে ভাঙচুর চালানো হয়। আগুন লাগিয়ে দেওয়া হয় একাধিক বাইকে। তাণ্ডব চলে মধ্যপ্রদেশের ভোপালেও। সেখানে গাড়িতে আগুন লাগানোর ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।

তবে বৃহস্পতিবার এখনও পর্যন্ত দেশের কোনও রাজ্য থেকে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দিল্লির হলগুলোতেও দর্শকের ভিড় রয়েছে। রজৌরি গার্ডেনের থিয়েটারের এদিন দিনের প্রথম শো-তেই ছবিটি দেখতে প্রচুর দর্শক ভিড় করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*