আইএসএল–এর উদ্বোধনী ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামবে এটিকে

কলকাতা, ২৩ সেপ্টেম্বর : ১৭ নভেম্বর শুরু হচ্ছে এবারের আইএসএল। যুবভারতী ক্রীড়াঙ্গনে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে এটিকে এবং কেরালা ব্লাস্টার্স। শুধু উদ্বোধনী ম্যাচই নয়, গ্রুপ লিগের শেষ ম্যাচও যুবভারতীতে খেলবে এটিকে। ৫ মার্চ নর্থ–ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে।

এবারের আইএসএল–এ ১০টি দল অংশ নিচ্ছে। গ্রুপ পর্যায়ে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৯০টি। সেমিফাইনাল ও ফাইনালের দিন ও ভেনু এখনও চূড়ান্ত হয়নি। তবে মার্চের দ্বিতীয় সপ্তাহেই আইএসএল পর্ব মিটে যাবে। বুধবার থেকে শনিবার পর্যন্ত ১টি করে ম্যাচ হবে, রবিবার দুটি করে ম্যাচ।

এটিকে–র বাকি ম্যাচগুলো, ২৬ নভেম্বর এফসি পুনে সিটি, ১ ডিসেম্বর জামশেদপুর এফসি‌, ৭ ডিসেম্বর চেন্নাইন এফসি, ১৭ ডিসেম্বর মুম্বই সিটি এফসি, ২৩ ডিসেম্বর দিল্লি ডায়নামোজ, ৩১ ডিসেম্বর এফসি গোয়া, ৭ জানুয়ারি বেঙ্গালুরু এফসি, ‌১২ জানুয়ারি নর্থ–ইস্ট ইউনাইটেড, ২০ জানুয়ারি এফসি পুনে সিটি, ২৫ জানুয়ারি চেন্নাইন এফসি, ২৮ জানুয়ারি জামশেদপুর এফসি, ৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরু এফসি, ৯ ফেব্রুয়ারি কেরালা ব্লাস্টার্স‌, ১৮ ফেব্রুয়ারি মুম্বই সিটি এফসি, ২৪ ফেব্রুয়ারি দিল্লি ডায়নামোস‌,২৮ ফেব্রুয়ারি এফসি গোয়া‌, ৪ মার্চ নর্থ– ইস্ট ইউনাইটেড এফসি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*