সুপ্রিম কোর্ট ঠিক

শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০১৭ সুপ্রিম কোর্টের বেঞ্চ বলেছে, যে সব রাজ্যের গোরক্ষকরা তাণ্ডব চালিয়ে মানুষ খুন করেছে, সেইসব পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। পনেরো দিন আগেই সুপ্রিম কোর্ট বলেছিল, গোরক্ষকদের সন্ত্রাস বন্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। এই মামলার আবেদনকারী তুষার গান্ধীর আইনজীবী ইন্দিরা জয় সিং আরজি জানিয়েছিলেন, এ ব্যাপারে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে একটা জাতীয় নীতি ঠিক করতে বলুক। এর উত্তরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তথা ওই বেঞ্চের প্রধান বিচারপতি দীপক মিশ্র বলেন, সেটা করা ঠিক হবে না। কারণ, আইনশৃঙ্খলা হচ্ছে রাজ্য সরকারের ব্যাপার। রাজ্য সরকার কীভাবে সেটা কার্যকর করবে, সেটা তাদের ব্যাপার। বিগত দিনে বিচার ব্যবস্থার অতি সক্রিয়তা নিয়ে আলোচনা হয়েছিল। সুপ্রিম কোর্ট আজ সঠিক ভাবেই বলেছে, আইনশৃঙ্খলা কীভাবে রক্ষা করা হবে সেটা রাজ্য সরকারের এক্তিয়ারে পরে।

দেবাশিস ভট্টাচার্য

সম্পাদক

২৩.০৯.২০১৭

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*