ভারত শ্রীলঙ্কাকে দ্বিতীয় টি-২০ ম্যাচে হারিয়ে সিরিজও জিতলো

শুক্রবার ইন্দোরে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ব্যাট হাতে রোহিত শর্মা, লোকেশ রাহুলের তাণ্ডবের পর বল হাতে যুজবেন্দ্র চাহল, কুলদীপ যাদবের অসাধারণ পারফরম্যানস ভারতকে শুধু এই ম্যাচই নয় সিরিজেও জিতিয়ে দিলো। প্রথমে ব্যাট করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে ২৬০ রান করলো ভারত। রোহিত ৪৩ বলে ১১৮ রান করে আউট হন। অপর ওপেনার লোকেশ রাহুল ৪৯ বলে ৮৯ রান করেন। রোহিত আজ শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন। ১১টি বাউন্ডারি ও ৮টি ছক্কার সাহায্য ৩৫ বলে ১০১ রান করেন রোহিত। তিনি টি-২০ ম্যাচে দ্রুততম শতরানের রেকর্ড স্পর্শ করলেন। এর আগে এই রেকর্ড ছিল ডেভিড মিলারের। তাঁর সঙ্গে একই সারিতে এখন রোহিত। আর এক ওপেনার রাহুলও মারমুখি মেজাজে ছিলেন। রোহিত আউট হয়ে যাওয়ার পর তিনিও রানের গতিকে বাড়াতে থাকেন। তিনিও ৮টি ছক্কা এবং ৫টি চার মেরেছেন। মহেন্দ্র সিংহ ধোনি ২১ বলে ২৮ রান এবং হার্দিক পাণ্ড্য ৩ বলে ১০ রান করে আউট হন।
সিরিজের প্রথম টি-২০ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে বড় ব্যবধানে হেরেছিল শ্রীলঙ্কা। আজও ইন্দোরের হোলকার স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক থিসারা পেরেরা। আজও তাঁর এই সিদ্ধান্ত ভুল বলে প্রমাণিত হয়। সহজেই ৮৮ রানে জিতে টেস্ট ও একদিনের সিরিজের পর এক ম্যাচ বাকি থাকতেই টি-২০ সিরিজও জিতে গেল ভারত। অধিনায়ক বিরাট কোহলি একদিনের ও টি-২০ সিরিজে না খেললেও, দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে দলকে জেতালেন এই সিরিজের অধিনায়ক রোহিত শর্মা। ফলে দক্ষিণ আফ্রিকা সফরের আগে ভারতীয় দল বুঝিয়ে দিল, তারা তৈরি।
শ্রীলঙ্কা বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালই করেছিল। তাদের ওপেনাররা শুরু থেকেই দ্রুত রান তুলতে থাকেন। দলের ৩৬ রানের মাথায় ডিকওয়েলা ফিরে যাওয়ার পর থরঙ্গার সঙ্গে জুটি বাঁধেন কুশল পেরেরা। এই জুটিতে যোগ হয় ১০৯ রান। থরঙ্গাকে আউট করে এই জুটি ভাঙেন চাহল। পেরেরাকে ফেরান কুলদীপ। পেরেরা ৭৭ রান এবং থরঙ্গা ৪৭ রান করেন। অ্যাঞ্জেলো ম্যাথুজ আহত থাকায় ব্যাট করতে পারেননি। এরপর শ্রীলঙ্কার আর কোনও ব্যাটসম্যানই দুই অঙ্কের রান করতে পারেননি। চাহল ৪ উইকেট এবং কুলদীপ ৩ উইকেট নেন। শ্রীলঙ্কা ১৭.২ ওভারে ১৭২ রান করে।

ছবিঃ রেডিফ থেকে প্রাপ্ত

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*