চেনা ছন্দে পাহাড় হাসছে

ক্রিস্টমাসের ছুটি পড়েছে।কলকাতায় শীত পড়ব পড়ব করেও থমকে অাছে। অবশ্য ভ্রমণ প্রিয় বাঙালি তার শীতবিলাসে মেতে উঠতে চেষ্টার কসুর করেনি। অাসলে বাঙালির তো পায়ে চাকা বাঁধা। তাই পুজোর ছুটি কাটতে না কাটতেই তিনমাস অাগে টিকিট কাটা। তাতেও অার.এ.সি। কুছ পরোয়া নেই। দার্জিলিং মেল বা পদাতিক সব ট্রেন ই পুরো ভর্তি। পাঠক বুঝতেই পারছেন গন্তব্য দার্জিলিং। কেউ কেউ অবশ্য সিকিমেও পাড়ি দিচ্ছেন। কেউ বা সুন্দরী উত্তরবঙ্গের অানাচে কানাচে ঢুঁ দেবেন।তবে লম্বা ছুটি যাঁরা পাননি তাঁরা শৈল সুন্দরী কাঞ্চনকন্যা র অপরূপ সৌন্দর্য লুটেপুটে নিতে চলেছেন দার্জিলিং। শীতের মেঘমুক্ত অাকাশ, ম্যালে বসে তারিয়ে তারিয়ে প্রকৃতি দর্শন, ভাগ্য ভালো থাকলে দেখা মিলতে পারে ধ্যানমগ্ন টাইগার হিলের। অার বড়দিনের কেক অবশ্য শুধু কেক ই বা কেন সুস্বাদু খাবারে রসনা তৃপ্ত করাতে প্রস্তুত গ্লেনারিজ বা কেভেন্টার্স। তাই পাহাড়ে এখন শুধু্ই ক্রিস্টমাস ক্যারলের সুর। জিঙ্গল বেল এ মুখরিত দার্জিলিং । কোনো বিচ্ছিন্নতাবাদী শক্তি এই সুর কেটে দিতে পারেনা। রক্তের ছিটেফোঁটা নেই এখানে নেই কোন অবিশ্বাস বা দুশ্চিন্তার কালো মেঘ। অাবার চেনা ছন্দে পাহাড় হাসছে। অার কম্বল মুড়ি দিয়ে শীত উপভোগ করতে করতে পর্যটকরা দিবাস্বপ্ন দেখছেন বড়দিনে বরফের চাদরে মুড়ে যাবে দার্জিলিং।  

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*