আজ প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হারে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর

রোডদিন ডেস্ক :- আজ প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফল। পাসের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। জীবনের এই বড় পরীক্ষায় পরীক্ষার্থীদের সাফল্যের জন্য রইলো অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
আজ ঠিক বেলা ১টা নাগাদ সাংবাদিক বৈঠক করে উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা করেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এবার পাশ করেছে ৬ লক্ষ ৭৯ হাজার ৭৮৪ জন। পাশের হার ৯০ শতাংশ।

এ বছরের পরীক্ষায় মেয়েদের পাশের হার বেশি। পাশের হারে ছেলেদের চেয়ে ১২ শতাংশ এগিয়ে মেয়েরা।

প্রথম হয়েছেন অভীক দাস, আলিপুরদুয়ার থেকে, প্রাপ্ত নম্বর-৪৯৬। সৌম্যদীপ সাহা দ্বিতীয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন,প্রাপ্ত নম্বর ৪৯৫।
মেয়েদের মধ্যে প্রথম প্রতীচী রায় তালুকদার, কোচবিহার থেকে,
প্রাপ্ত নম্বর ৪৯৩।
স্নেহা ঘোষ- কৃষ্ণভাবিনী নারীশিক্ষা মন্দির, চন্দননগর, প্রাপ্ত নম্বর ৪৯৩।

উচ্চ মাধ্যমিকে প্রথম ১০ জনে ১৫ টি জেলা থেকে ৫৮ জন রয়েছে। নেপালি ভাষায় প্রথম হয়েছেন তিন জন, প্রাপ্ত নম্বর ৪৬১।
হুগলি থেকে ১৩ জন মেধাতালিকায় রয়েছেন। বাঁকুড়া থেকে ৯ জন।
বিজ্ঞান বিভাগে পাসের হার সবচেয়ে বেশি।
বিজ্ঞান বিভাগে- পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লক্ষ ৫ হাজার ৮১০ জন। পাসের হার- ৯৭.১৯ শতাংশ।
দুপুর ৩টের পর থেকে ওয়েবসাইট গুলিতে রেজাল্ট দেখতে পাওয়া যাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*