উদ্যোগপতি মৌ রায়চৌধুরীর অকাল প্রয়াণ, শোকবার্তা মুখ্যমন্ত্রীর..

রোজদিন ডেস্ক :- প্রয়াত টেকনো ইন্ডিয়ার কো চেয়ারপার্সন মৌ রায়চৌধুরী। মঙ্গলবার সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। মৌ রায়চৌধুরীর মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী তাঁর ওয়াল এ লিখেছেন, ”মৌ রায়চৌধুরীর মৃত্যুর খবর শুনে আমি গভীরভাবে শোকাহত। তিনি একাধারে বাংলার অগ্রগণ্য শিল্পোদ্যাগী এবং অন্যদিকে একজন সাংস্কৃতিক কর্মী ছিলেন। তাঁর স্বামী সত্যম এবং ছেলে দেবদূত সহ গোটা পরিবারকে সমবেদনা জানাচ্ছি।” প্রসঙ্গত, টেকনো ইন্ডিয়ার কো চেয়ারপার্সন থাকার পাশাপাশি তিনি আজকাল দৈনিকের ডিরেক্টরের পদে ছিলেন ও সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির গভর্নিং বডির সদস্যও ছিলেন।
মুখ্য মন্ত্রী টুইটারে লিখেছেন –

@MamataOfficial
Shocked to receive the news of the most untimely demise of Mou Raychaudhuri, a leading entrepreneur and cultural activist of Bengal today.

Co- chairperson of Techno India group and an editor in the Aajkaal group of publications, she was leading some major activities of our educational- journalistic world and her departure creates a sudden void.

I convey my sincere condolences to her husband Satyam, son Debdut, and the entire family as well as the whole group that she led so ably.
সাহিত্য এবং সংস্কৃতির ক্ষেত্রেও যথেষ্ট খ্যাতি ছিল মৌ রায়চৌধুরীর। তাছাড়া সফর, সুস্থ, খেলা পত্রিকার প্রধান উপদেষ্টা ছিলেন তিনি। শারদীয় আজকালের সম্পাদকও ছিলেন মৌ। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁর অকাল প্রয়াণে অকস্মাৎ শূন্যতা সৃষ্টি হল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*