বাংলায় ৮ আসনে প্রার্থীদের নাম ঘোষণা কংগ্ৰেসের

বাংলায় ১৭ আসনে ইতিমধ্যেই প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে বামেরা। এদিনই আবার ৮ আসনে প্রার্থী দিয়ে দিয়েছে নওশাদের আইএসএফ। অফেক্ষা ছিল কংগ্রেসেকর। শেষে বাংলায় ৮ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিল কংগ্রেস। মালদা উত্তর থেকে লড়ছেন মুস্তাক আলম। মালদা দক্ষিণ থেকে লড়ছেন ঈশা খান চৌধুরী। এই কেন্দ্রের বিদায়ী সাংসদ আবু হাসেম খান চৌধুরী ওরফে ডালু। জঙ্গিপুর থেকে লড়ছেন মহম্মদ মুর্তাজা হোসেন। কলকাতা উত্তরের প্রার্থী প্রদীপ ভট্টাচার্য। বহরমপুরে দাঁড়াচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী। এই বহরমপুর থেকেই লড়ছেন তৃণমূলের তারকা প্রার্থী ইউসুফ পাঠান। পুরুলিয়া থেকে কংগ্রেসের টিকিটে লড়ছেন নেপাল মাহাতো। বীরভূম থেকে লড়ছেন মিল্টন রশিদ। রায়গঞ্জ থেকে লড়ছেন ফরওয়ার্ড ব্লক থেকে আসা আলি ইমরান রামজ ওরফে ভিক্টর।

এ ছাড়াও বীরভূম, মালদহ উত্তর, জঙ্গিপুর, রায়গঞ্জ, উত্তর কলকাতা এবং পুরুলিয়া আসনে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি। রায়গঞ্জে প্রার্থী করা হয়েছে ফরওয়ার্ড ব্লক থেকে কংগ্রেস যোগ দেওয়া আলি ইমরান রামজ ওরফে ভিক্টরকে। ভিক্টর দু’বারের ফরওয়ার্ড ব্লক বিধায়ক। এই তরুণ নেতাকে বেছে নিল কংগ্রেস হাইকমান্ড। বীরভূমে মিল্টন রশিদকে প্রার্থী করা হয়েছে। তিনি কংগ্রেসের প্রাক্তন বিধায়ক। হাসন থেকে জিতেছিলেন তিনি। মালদহ উত্তরে প্রার্থী করা হয়েছে মুস্তাক আলমকে। উত্তর কলকাতায় বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য, পুরুলিয়ায় নেপাল মাহাতো, জঙ্গিপুরে মোর্তাজা হোসেনকে প্রার্থী করা হয়েছে।

বুধবারই অধীর জানিয়েছিলেন কয়েক জন প্রার্থীর নাম। এ-ও জানিয়েছিলেন, শীঘ্রই দিল্লি থেকে ঘোষণা হবে। বামেদের সঙ্গে সমঝোতা নিয়ে আলাপ-আলোচনা চলছে কংগ্রেসের। তবে এই আট আসনের মধ্যে কেবল পুরুলিয়া নিয়ে বাম শরিক ফরওয়ার্ড ব্লকের দাবি রয়েছে। আর কোনও আসন নিয়ে তেমন জট নেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*