২০ লক্ষ কর্মসংস্থান, ২.২ লক্ষ কোটি টাকার বিনিয়োগ বাংলায় : মমতা বন্দ্যোপাধ্যায়

২.২ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে ২০১৮ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে। আজ ছিল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিন।এই সংখ্যা আরো বাড়তে পারে বলে মুখ্যমন্ত্রী। এই প্রাপ্ত প্রস্তাবের উপর ভিত্তি করে সব মিলিয়ে প্রায় ২০ লক্ষ কর্মসংস্থান হবে। উৎপাদন, আইটি, সিমেন্ট, সেবা, পর্যটন, পরিকাঠামো, দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে কর্মসংস্থান হবে।

আজ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী বলেন ৩২ টি দেশের ৪০০০ এরও বেশি প্রতিনিধি এখানে অংশগ্রহণ করেছেন, এটা আমাদের কাছে গর্বের বিষয়। সকলকে আমার অনেক অভিনন্দন। তিনি বলেন এই দুই দিনে ১০৪০ এরও বেশি বিটুবি বৈঠক হয়েছে। বেশ কিছু বিটুজি বৈঠকও হয়েছে। ১১০ টি মউ স্বাক্ষরিত হবে। বাংলা হল উত্তর পূর্ব ও আশিয়ান দেশগুলির গেটওয়ে। একথা আমি আগেও বলেছি। বাংলার ভৌগোলিক অবস্থান গুরুত্বপূর্ণ।

তিনি বলেন এবছর প্রায় ২.২ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। এই সংখ্যা আরো বাড়বে। প্রাপ্ত প্রস্তাবের উপর ভিত্তি করে, মোবাইল, উত্পাদন এবং স্টার্ট আপ সহ বেশ কয়েকটি সেক্টরে ২০ লাখেরও বেশি কর্মসংস্থান হবে। বাংলার সরকার বন্ধু সরকার। আমরা সব রকম সহযোগিতা করতে প্রস্তুত বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ছবি- সুশান্ত দাস

 

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*