কার্টোস্যাট-২ এর তোলা প্রথম ছবি প্রকাশ করলো ইসরো

মঙ্গলবার কার্টোস্যাট-২ সিরিজ উপগ্রহের মাধ্যমে নেওয়া প্রথম ছবি প্রকাশ করল ইসরো। গত ১২ জানুয়ারি শ্রীহরিকোটা থেকে ৩১টি স্যাটেলাইট লঞ্চ করা হয়। যার মধ্যে ৩টি ভারতীয় উপগ্রহ এবং বাকি ২৮টি অন্য দেশের। কার্টোস্যাট-২ সিরিজের উপগ্রহ প্রথমদিন ইন্দোরের হোলকর স্টেডিয়ামের ছবি পাঠালো। ছবিটি ইসরোর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এছাড়া ১০০ কিলোগ্রামের মাইক্রো এবং ১০ কিলোগ্রামের ন্যানো উপগ্রহও রয়েছে এতে। ২৮টি উপগ্রহের মধ্যে ১৯টি আমেরিকার, ৫টি দক্ষিণ কোরিয়ার এবং বাকি তিনটি ফ্রাম্স, কানাডা এবং ফিনল্যান্ডের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*