ক্রীড়াবিদের সম্মান প্রদান করলেন মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের উদ্যোগে খেলাশ্রী প্রকল্পের অধীনে ক্রীড়াবিদের সম্মান প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কে কি সম্মান পেলেন দেখে নেওয়া যাক-

খেল সম্মান-

১) মনিকা সরেন

২) স্বপ্না বর্মণ

৩) ভাস্কর মুখোপাধ্যায়

৪) অরিন্তপ দাশগুপ্ত

৫) ইন্দ্রজিৎ পাল

৬) প্রিয়াঙ্কা রায়

৭) সঙ্গীতা বাস্ফোর

৮) দেবাশিস সেন

৯) অঙ্কুর দাস

১০) শুভঙ্কর প্রামাণিক

১১) রিমো সাহা

বাংলার গৌরব সম্মান-

১) আশিস মন্ডল

২) অপর্ণা ঘোষ

৩) পলাশ নন্দী

৪) মিঠু মুখোপাধ্যায়

৫) মিনতি রায়

৬) তনুময় বসু

৭) তরুণ দে

৮) অভিজিৎ দেবনাথ

৯) রুপালী পান্ডে(হালদার)

১০) ইনাম উর রহমান

১১) গৌরী ঘোষ

১২) দিলীপ কুমার সেন

১৩) ফ্রান্সিস গোমেজ

ক্রীড়া গুরু সম্মান-

১) সুবাস সরকার

বিশেষ সম্মান-

১) ঝুলন গোস্বামী

২) সৌরভ কোঠরি

৩) সৌম্যজিৎ ঘোষ

৪) সায়নী দাস

৫) তৃষা দেব

৬) অতনু দাস

৭) অর্পিতা মুখোপাধ্যায়

৮) মেহুলি ঘোষ

৯) প্রাঞ্জল বন্দ্যোপাধ্যায়

১০) রহিম আলি

১১) অভিজিৎ সরকার

১২) জিতেন্দ্র সিং

১৩) ৭১ তম সন্তোষ ট্রফি জয়ী বাংলার ফুটবল দল।

জীবনকৃতী সম্মান-

১) রীতা সেন

২) অরুণ ঘোষ

এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মঞ্চ থেকে ৪,৩০০ ক্লাবকে ২ লাখ টাকা করে প্রদাণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, ১৫০০০ ক্লাবকে আরও ১ লাখ করে অনুদান প্রদাণ করা হয়েছে। সবমিলিয়ে এই সরকারের আমলে এখনও পর্যন্ত মোট ১৯,৩০০ ক্লাবকে ৬৮৬ কোটি টাকা অনুদান দেওয়া হল।

এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে ঘোষণা করেন, “প্রাক্তন ক্রীড়াবিদরা চিকিৎসার জন্য এবার থেকে ৫ লাখ টাকা করে পাবেন। যা স্বাস্থ্যসাথীর আওতায় থাকবে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*