চাইবাসা কোষাগার মামলায় ৫ বছরের জেল ও ৫ লক্ষ টাকা জরিমানা হলো লালুপ্রসাদের

পশুখাদ্য কেলেঙ্কারির চাইবাসা কোষাগার মামলায় ৫ বছরের জেল হলো বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের। বুধবার সকালে রাঁচির বিশেষ সিবিআই আদালত তাঁকে ৫ বছরের কারাদণ্ডের সাজা শোনালো। জানা গিয়েছে সঙ্গে ৫ লক্ষ টাকা জরিমানাও দিতে হবে লালুপ্রসাদ যাদবকে।

দোষী সাব্যস্ত হয়েছেন বিহারের আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র। তাঁকেও একই অপরাধে ৫ বছরের জেল ও ৫ লক্ষ টাকা জরিমানার সাজা শুনিয়েছে রাঁচির বিশেষ সিবিআই আদালত। বেআইনিভাবে ট্রেজারি থেকে ৩৩.৬৭ কোটি টাকা তোলার অপরাধে আরজেডি সুপ্রিমোকে দোষী সাব্যস্ত করা হয়। চাইবাসা ট্রেজারি মামলায় লালুপ্রসাদ ও জগন্নাথ মিশ্র ছাড়াও অভি‌যুক্ত হয়েছেন আরও ৫৬ জন। এদের মধ্যে রয়েছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যসচিব সজল চক্রবর্তীও।

প্রসঙ্গত, এর আগে আরও দুটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন আরজেডি সুপ্রিমো। এর আগে সম্প্রতি যে মামলায় লালুপ্রসাদ যাদব দোষীসাব্যস্ত হয়েছেন সেটি হল দেওঘর কোষাগার সংক্রান্ত মামলা। পশুখাদ্য কেনার নাম করে বেআইনিভাবে এই কোষাগার থেকে ৮৪ লক্ষেরও বেশি টাকা তোলার অভিযোগ ওঠে লালুপ্রসাদ সহ কয়েকজনের বিরুদ্ধে। গত বছরের ডিসেম্বর মাসে এই মামলায় দোষীসাব্যস্ত হন লালুপ্রসাদ যাদব সহ কয়েকজন। মামলা চলে রাঁচির বিশেষ সিবিআই আদালতে। ৬ জানুয়ারি লালুপ্রসাদের সাড়ে তিন বছরের জেল ও দশ লক্ষ টাকা জরিমানা হয়। এই মুহূর্তে তিনি রাঁচির বিরসা মুণ্ডা জেলে বন্দি।

এদিকে বুধবার সিবিআই আদালতে দোষীসাব্যস্ত হওয়ার পর লালুপ্রসাদের ছেলে তেজস্বী যাদব বলেন, মানুষ জানে কীভাবে বিজেপি, আরএসএস এবং নীতীশ কুমার লালুজির বিরুদ্ধে চক্রান্ত করছে। পাশাপাশি উচ্চ আদালতে যাওয়ার কথাও শোনা যায় লালুপুত্রের গলায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*