২০২২ সালের কমনওয়েলথ গেমস বার্মিংহামে

২০২২ সালের কমনওয়েলথ গেমস ব্রিটেনের বার্মিংহামে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ২০২২ সালে কমনওয়েলথ গেমসের আয়োজক হিসেবে বার্মিংহামের নাম ঘোষণা করা হলো। ৩০ সেপ্টেম্বরের ডেডলাইনের মধ্যে ২০২২ কমনওয়েলথ গেমসের আয়োজক হওয়ার জন্য কমনওয়েলথ গেমস ফেডারেশনের (সিজিএফ) কাছে শুধু বার্মিংহামই আবেদনপত্র জমা দেয়। আর কেউ সেভাবে আবেদন পত্র জমা না দেওয়ায় শেষ পর্যন্ত বৃহস্পতিবার বার্মিংহামকেই আয়োজক দেশের মর্যাদা দিল সিজিএফ।
কমনওয়েলথ গেমস ফেডারেশনের সভাপতি লুইস মার্টিন বার্মিংহামের এরিনা একাডেমিতে একটি সংবাদ সম্মেলনে বলেন, আজকের ঘোষণার জন্য আমরা বার্মিংহাম ও ইংল্যান্ডকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি- এটি সত্যিই এই কমনওয়েলথ শহরটির একটি স্মরণীয় মুহূর্ত।
এই নিয়ে সপ্তমবারের মতো কমনওয়েলথ গেমস আয়োজন করতে যাচ্ছে ব্রিটেন। ১৯৩৪ সালে ব্রিটেনের মাটিতে প্রথমবারের মতো কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়। আয়োজক ছিল লন্ডন। তারপর ১৯৫৮ সালে কার্ডিফ, ১৯৭০ এবং ১৯৮৬ সালে এডিনবরা, ২০০২ সালে ম্যানচেস্টার এবং ২০১৪ সালে গ্লাসগোতে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়। বার্মিংহাম আসরের আগে ২০১৮ সালে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে এই আসর বসবে।
ছবিঃ ট্যুইট থেকে

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*