বাবার জন্মদিনে ১০০ শিশুর মুখে হাসি ফোটাবে ন ঐশ্বর্যা

নিজস্ব প্রতিবেদনঃ ঐশ্বর্যা রাই বচ্চনের বাবা কৃষ্ণরাজ রাই প্রয়াত হয়েছেন এই বছরই। তারজন্য ঐশ্বর্য তো বটেই গোটা বচ্চন পরিবার সমেত জন্মদিনটাকে অন্যভাবে পালন করতে উদ্যোগী হয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। মুম্বাইেযর ১০০টি শিশুর ক্লেফ্ট লিপ সার্জারির খরচ বহন করবেন তিনি। গর্ভাবস্থায বিশেষ কিছু কারণে শিশুর ঠোঁটের অংশ ঠিকভাবে গঠিত হয না। অপরিণত অবস্থাতেই শিশুর জন্ম হয়। একেই বলা হয ক্লেফ্ট লিপ। শিশুর জন্মের পর অস্ত্রোপচার করা ছাড়া আর কোনও উপায় থাকে না। ঐশ্বর্যা একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে খোঁজ পেয়েছন এমন ১০০টি শিশুর যারা মূলত আর্থিক কারনে এই অস্ত্রোপচার করাতে পারছেন না। তাই প্রাক্তন বিশ্বসুন্দরী ঠিক করেছেন তাঁদের পাশে দাঁড়াবেন বাবার জন্মিদিনে। এবং পুরোটাই রাখা হয়েছিল মিডিযার চোখের আড়ালে। ওই স্বেচ্ছাসেবী সংস্থার একজন বিষয়টি ফাঁস না করলে কেউ জানতে পারেতন না এই উদ্যোগের কথা। তবে শোনা যায, ঐশ্বর্যা নাকি প্রাযই বিভিন্ন সমাজসেবা মূলক কাজ করে থাকেন, এবং পুরোটাই গোপন রাখেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*