কলকাতায় নিয়ে আসা হল প্রিয়রঞ্জনের মরদেহ

The Union Minister for Water Resources, Shri Priyaranjan Dasmunsi addressing a Press Conference on 36th Joint River Commission Meeting recently held in Bangladesh and Inter-linking of Rivers, in New Delhi on September 26, 2005.

প্রিয়রঞ্জন দাসমুন্সীর মরদেহ নিয়ে আসা হলো কলকাতায়। দিল্লী থেকে একই বিমানে এলেন স্ত্রী দিপা দাসমুন্সী ও পুত্র মিছিল। দমদম বিমানবন্দরে প্রচুর অনুগামী ও শুভানুধ্যায়ীরা আসেন প্রয়াত এই বিশিষ্ট নেতাকে শ্রদ্ধা জানাতে। এরপর পিস হাভেনে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই শায়িত থাকবেন। মঙ্গলবার সকালে প্রদেশ কংগ্রেস ভবন ও তাঁর কোলকাতার বাসগৃহসহ বেশ কিছু জায়গায় নিয়ে যাওয়া হবে তাঁর দেহ। সেখানেই শেষ শ্রদ্ধা জানাবেন মানুষ। বিকেল ৪.৩০ রায়গঞ্জে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

প্রয়াত শ্রী প্রিয়রঞ্জন দাসমুন্সীকে শেষ শ্রদ্ধা ও প্রণাম জানালেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

 প্রয়াত শ্রী প্রিয়রঞ্জন দাসমুন্সী মহাশয় কে শেষ শ্রদ্ধা ও প্রণাম জানালেন উত্তর কলকাতার মাননীয় সাংসদ শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*