অনূর্দ্ধ-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত

পাকিস্তানকে অবলীলায় হারিয়ে অনূর্দ্ধ-১৯ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ভারত। ফাইনালে তাদের প্রতিপক্ষ অষ্ট্রেলিয়া। যাদের গ্রুপ লিগে ভারত ১০০ রানে হারিয়েছিলো। মঙ্গলবার অনূর্দ্ধ-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামে ভারত। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ভারত ২৭২ রান করে। পরে ব্যাট করতে নেমে পাকিস্তান ২৯.৩ ওভারে মাত্র ৬৯ রান করে সব উইকেট হারিয়ে ফেলে। ভারতের হয়ে এ দিনের সেরা ইনিংস খেলেছে আইপিএলের নিলামে সদ্য কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পাওয়া শুভমান গিল। ৯৪ বলে তার ১০২ রান করেছেন তিনি। ইনিংসে তাঁর ৭টি চোখ ধাঁধানো বাউন্ডারি ছিলো। তবে, ইনিংসের ভিত গড়েছেন ওপেনিং জুটি পৃথ্বী শ এবং মনজোত কালরা। তাদের মধ্যে ৮৯ রানের পার্টনারশিপ তৈরী হয়। পৃথ্বী ৪২ বলে ৪১ রান করে আউট হয়ে যান। মনজোত করেন ৪৭ রান। পরে ম্যাচের হাল ধরে নেন শুভমান। ভারতের ২৭২ রানের জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ২৮ রান করতেই ৪ উইকেট খুইয়ে ফেলে। শেষে ৬৯ রানে ইনিংস শেষ হয়ে যায়। বাংলার ইশান পোড়েলের বোলিং দাপটে পাকিস্তানের টপ অর্ডার ভেঙ্গে পড়ে। ১৭ রানে ৪টি উইকেট নেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*