আইপিএলে প্রথম দশ দামি ক্রিকেটার

ব্যাঙ্গালুরুতে সদ্য শেষ হওয়া আইপিএলের নিলামে বেশ কিছু দেশি এবং বিদেশি ক্রিকেটাররা বিপুল দর পেয়েছেন। এদের মধ্যে শুধুমাত্র তারকা ক্রিকেটাররা আছেন তা বলা যাবেনা। বেশ কিছু আনক্যাপড ভারতীয় ক্রিকেটাররাও আছেন। যাদেরকে দলে পেতে রীতিমত ঝাঁপিয়েছে ফ্রাঞ্চাইজগুলো। আবার অনেক তারকা ক্রিকেটারও আছেন যারা কোনো দলই পায়নি, যেমন দক্ষিণ আফ্রিকার হাসিম আমলা, মর্ণি মর্কেল, নিউজিল্যান্ডের মার্টিন গুপ্তিল, অস্ট্রেলিয়ার শন মার্শ। এবার দেখে নেওয়া যাক কারা সেই দামি ক্রিকেটার, যাদের কে দলে নিতে ফ্রাঞ্চাইজগুলো বিশাল টাকা বিনিয়োগ করেছে।

বেন স্টোকস –

ইংল্যান্ডের এই অলরাউন্ডার গত আইপিএলে পুনের হয়ে দারুণ খেলেছিলেন। সেবারও পুনে বিশাল অর্থের বিনিময়ে তাকে দলে নিয়েছিলো। এবারও তার ব্যতিক্রম নয়। তিনিই হলেন এবারের আইপিএলের নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার। ১২.৫ কোটি টাকায় স্টোকসকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস।

জয়দেব উনাদকট –

গতবার পুনের হয়ে দারুণ পারফরম্যান্স করা এই বাঁ হাতি পেসার সদ্য ভারতের টি-২০ দলে সুযোগ পেয়ে ম্যান অব দ্য সিরিজও হয়েছিলেন। এবারের নিলামে তাঁকে পাওয়ার জন্য চেন্নাই এবং পাঞ্জাব রীতিমত যুদ্ধ করেছে। শেষ পর্যন্ত ১১.৫ কোটি টাকায় এই বাঁহাতি পেসারকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস।

কে এল রাহুল- 

 ১ কোটি টাকার বিনিময়ে রাহুলকে দলে নিয়েছে  কিংস ইলেভেন পঞ্জাব।

মণীশ পাণ্ডে-

 

 

 

 

 

 

 

 

 

গত কয়েক বছর ধরেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে দারুণ পারফর্ম করা এই ক্রিকেটারকে রিটেনশন সিস্টেমে কেন রাখলো না তাঁর পুরোনো দল সেটাই আশ্চর্যের। তারই খেসারত দিতে হবে হয়তো কলকাতাকে। তবে তাঁকে ১১ কোটি টাকায় দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

ক্রিস লিন-

অস্ট্রেলিয়ার এই মারকুটে ব্যাটসম্যান গতবারে কেকেআর-এর হয়ে কয়েকটা মারকাটারি ইনিংস খেলেছিলো। তাই ৯.৬ কোটি টাকায় লিনকে দলে নিয়েছে কেকেআর।

মিচেল স্টার্ক-

লিনের মতো চড়া দামে স্টার্ককেও দলে নিয়েছে কেকেআর। অস্ট্রেলিয়ান পেসার স্টার্কের জন্য ৯.৪ কোটি খরচ করেছে কেকেআর।

গ্লেন ম্যাক্সওয়েল-

গত কয়েকবছর ধরে পাঞ্জাবের হয়ে দারুণ পারফর্ম করা এই অস্ট্রেলিয়ান মিডল অর্ডারের মারকুটে ব্যাটসম্যানকে ৯ কোটি টাকায় দলে নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস।

রশিদ খান-

গতবারের মতো এবারও তিনি তাঁর পুরোনো দলে। এক অ্যাসোসিয়েট দলের ক্রিকেটার হয়ে তাঁকে নিলামে কিনে নেওয়ার স্পর্ধা দেখিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। তিনি দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে তার মানও রেখেছিলেন। সেই আফগান লেগ স্পিনার রশিদ খানকে ৯ কোটি টাকায় দলে নিয়ে রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ।

ক্রুণাল পান্ডিয়া-

ভাই হার্দিক পান্ডিয়া জাতীয় দলের হয়ে সব ফর্ম্যাটেই সেরা খেলোয়াড় এবং মুম্বাই ইন্ডিয়ান্সও তাঁকে দলে নিয়ে রেখেছে রিটেনশন সিস্টেমে। কিন্তু তিনি, ক্রুণাল পান্ডিয়া হলেন আনক্যাপড ভারতীয় ক্রিকেটার। গত কয়েকটা আইপিএলে মুম্বাইয়ের হয়ে দারুণ পারফর্মান্স করা এই ক্রিকেটারকে ৮.৮ কোটি টাকায় দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

সঞ্জু স্যামসন-

রাজস্থান রয়্যালস ৮ কোটি টাকায় দলে নিয়েছে বিস্ফোরক ব্যাটসম্যান সঞ্জু স্যামসনকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*