লাগলো যে দোল দ্বার খোল দ্বার খোল

মাসানুর রহমান,

ওরা শুধুই হৃদয়ের রঙ জানে, ওরা জানে ভালোবাসতে, ওরা জানে আপন করে নিতে, ওরা জানে রঙে রাঙিয়ে দিতে। শারীরিকভাবে হয়তো ওরা আর পাঁচটা সাধারণ মানুষের মতো নয়, আর সে জন্যই ওরা অসাধারণ।

মঙ্গলবার এমনই এক দিন, এমই এক বসন্তকে সামনে রেখে রঙের ছটায় মেতে উঠল সকলে। কেউ বকুলের মালা মাথায়, কারো হুইল চেয়ারে লাগালো হলদু গাঁদা, হাতে লাল-নীল- সবুজ- হলুদের আবিরডালা। একে অপরকে রাঙিয়ে দিয়ে রঙিন হয়ে উঠল উলুবেড়িয়া আশা ভবন। 

উলুবেড়িয়া আশা ভবনে হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন প্রান্ত থেকে শারীরিকভাবে অক্ষম সন্তানরা বেড়ে উঠেছে আনন্দে। প্রতি বছর কেবল বসন্ত উৎসবই নয় বিভিন্ন অনুষ্ঠান আনন্দে সময় কাটায় তারা। 

এবারেও বসন্তও এক রঙমিলান্তি নীল হলুদের ছটা সেজে থাকবে আশা ভবনের দেওয়াল জুড়ে। আর ওরা রোজ খিলখিলিয়ে হেসে উঠবে বুকভরা আনন্দ নিয়ে। 

দেখুন ছবি-

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*