সামুদ্রিক কচ্ছপ বিলুপ্তির আশঙ্কা

????????????????????????????????????

তপন মল্লিক চৌধুরী

দিনদিন বাড়ছে সাগরের তাপমাত্রা আর সেই কারণে পুরুষ কচ্ছপের জন্ম কমে যাচ্ছে সমুদ্রে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফের উত্তরাঞ্চল কচ্ছপ প্রজননের প্রধান একটি জায়গা। সেখানে দু’ লক্ষ কচ্ছপের ওপর এক গবেষণার পর বিজ্ঞানীরা বলছেন, ডিম ফুটে যত কচ্ছপ জন্ম নিচ্ছে তারা প্রধানত নারী কচ্ছপ।

স্বভাবতই বিজ্ঞানীরা উদ্বেগ প্রকাশ করেছেন, তারা বলছেন এই অবস্থা চলতে থাকলে নারী-পুরুষ কচ্ছপ সংখ্যার ভারসাম্যতা নষ্ট হবে। ভারসাম্যতার অভাবে কচ্ছপের পক্ষে এই সমুদ্রবিশ্বে টিকে থাকা কঠিন হয়ে পড়বে। কারণ ‘গ্রিন সি’ কচ্ছপের লিঙ্গ নির্ভর করে ডিম ফোটার আগে সমুদ্র তটের বালি ও সমুদ্র জলের তাপমাত্রার ওপর। তাই বিজ্ঞানীরা এখন উপায় খুঁজছেন কীভাবে ফোটার আগে ডিমগুলোর জন্য শীতল পরিবেশ তৈরি করা যায়।

কুইন্সল্যান্ডে পরিবেশ দপ্তরের বিজ্ঞানী ড. কলিন লিম্পাস বলছেন, ডিম ফোটার আগের দিনগুলোতে কৃত্রিম বৃষ্টি তৈরি করে বালি ঠাণ্ডা রাখার কথা বিবেচনা করা হচ্ছে যাতে পুরুষ-নারী কচ্ছপের ভারসাম্য বজায় রাখা সম্ভব হয়। এছাড়া, সাগরের সৈকতে যে জায়গাগুলোতে কচ্ছপ ডিম পাড়ে, সেখানে তাঁবু খাটিয়ে বালি ঠাণ্ডা রাখার কথাও ভাবা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*