আজকের দিন

বড়ে গুলাম আলী খান

জন্ম: ২ এপ্রিল, ১৯০২ – মৃত্যু: ২৩ এপ্রিল, ১৯৬৮ তিনি ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশের লাহোরে জন্মগ্রহণকারী কাসুর পাতিয়ালা ঘরানার বিখ্যাত হিন্দুস্তানী ধ্রুপদী সঙ্গীতজ্ঞ ছিলেন।

তিনি তাঁর নিজস্ব সেরা চারটি সঙ্গীতের ধরণ প্রবর্তন করে স্মরণীয় হয়ে আছেন। সেগুলো হচ্ছে পাতিয়ালা-কাসুর, ধ্রুপদের বেহরাম খানি, জয়পুরের, গোয়ালিয়রের বেলাভাস।

১৯৪৭ সালে ভারত বিভাজনের পর পাকিস্তানে অবস্থান করেন। পরবর্তীতে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে ভারতে চলে আসেন। ১৯৫৭ সালে বোম্বের তৎকালীন মূখ্যমন্ত্রী মোরারজি দেসাইয়ের সহায়তায় ভারতীয় নাগরিকত্ব লাভ করেন ও মালাবার হিল মুম্বইয়ের একটি বাংলোয় বসবাস করতে থাকেন।

সঙ্গীত নাটক অকাদেমি পুরস্কারপ্রাপ্ত বড়ে গুলাম আলী ১৯৬২ সালে পদ্মভূষণ পদকে ভূষিত হন। অদ্যাবধি বড়ে গুলাম আলী খান ইয়াদগার সভা তাঁর শিষ্য মালতি জিলানী কর্তৃক পরিচালিত হচ্ছে। এ সভার মাধ্যমে তাঁর গান ও স্মৃতি কথাগুলো তুলে ধরা হচ্ছে। বাঁশেরবাগের প্রধান রাস্তাটি তাঁর সম্মানে নামাঙ্কিত হয়েছে।

রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।

==============================================================================================

অজয় দেবগন

জন্ম:২ এপ্রিল,১৯৬৯
যিনি অজয় দেবগন নামে সমাধিক পরিচিত একজন বিখ্যাত বলিউড অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক ৷ তিনি হিন্দী চলচ্চিত্রের এমনই এক অভিনেতা যিনি একশরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন ৷ ২০১৬ সালে তিনি ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন ৷ তিনি চলচ্চিত্র পরিচালক বীরু দেবগনের পুত্র ৷ তিনি ১৯৯১ সালে ফুল অউর কাঁটে মুভিতে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র জীবনের ক্যারিয়ার শুরু করেন ৷ ঐ বছর ছবির জন্য ফিল্মফেয়ার বেষ্ট ডেবিউ অ্যাকটর পুরস্কার পান ৷ তিনি বলিউডের একজন সফল অভিনেতা ৷

প্রথম চলচ্চিত্রের ব্যবসায়িক সফলতার পর তিনি জিগার (১৯৯২), দিলওয়ালে (১৯৯৪), সোহাগ (১৯৯৪) , নাজায়েয (১৯৯৫), এবং ইষ্ক (১৯৯৭) এর মত বহু ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করেন ৷ ২০০০ সালে, তিনি রামগোপাল বার্মা পরিচালিত মুম্বাই আন্ডারওয়ার্ল্ড কম্পানি চলচ্চিত্রে অভিনয় করেন যার জন্য তিনি ফিল্ম ফেয়ার অ্যওয়ার্ড পান ৷ তার বহু চলচ্চিত্রই ব্যবসাসফল হয়েছে ৷ তার মধ্যে রোহিত শেঠি পরিচালিত কমেডি সিরিজ গোলমাল ও অ্যাকশন সিরিজ সিংহাম অন্যতম ৷

রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

==============================================================================================

অধির রঞ্জন চৌধূরী

জন্মঃ ২ এপ্রিল ১৯৫৬
তিনি একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি একজন জাতীয় কংগ্রেসের নেতা। তিনি বহরমপুর থেকে লোকসভার সদদ্যের প্রতিনধিত্ব করেন।

রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

==========================================================================

রেমো ডি-সুজা

জন্মঃ ২ এপ্রিল ১৯৭৪
তিনি একজন ভারতীয় নৃত্যশিল্পী, অভিনেতা ও পরিচালক। হিন্দি ঝলক দিখ লা জা, ডান্সের বহু টিভি শো তে তিনি বিচারক হয়েছেন।

রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

———————————

তথ্য সংগ্রহে – মাসানুর রহমান

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*