অটল বিহারী বাজপেয়ীকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে নিগৃহীত হলেন স্বামী অগ্নিবেশ

ফের হেনস্থার শিকার হলেন স্বামী অগ্নিবেশ ৷ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে শারীরিকভাবে নিগৃহীত হন স্বামী অগ্নিবেশ ৷ সমাজসেবী মানুষটিকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির সমর্থকদের বিরুদ্ধে ৷ উল্লেখ্য, এর আগেও স্বামী অগ্নিবেশের সঙ্গে বিজেপি সমর্থকদের এমন ব্যবহারের অভিযোগ সামনে এসেছিল ৷

জানা গিয়েছে, শুক্রবার সকালে বাজপেয়ীর মরদেহ রাখা ছিল দীনদয়াল উপাধ্যায় মার্গে, বিজেপির নতুন সদর দফতরে। আর সেখানেই প্রাক্তন প্রধানমন্ত্রীকে সম্মান জানাতে সেখানে এসেছিলেন স্বামী অগ্নিবেশ ৷ কিন্তু প্রয়াত অটল বিহারি বাজপেয়ীর কাছে পৌঁছনোর আগেই দীনদয়াল উপাধ্যায় মার্গে প্রবেশ করতেই তাঁর উপর চড়াও হয় বেশ কয়েকজন বিজেপি যুব মোর্চা কর্মী-সমর্থক ৷ তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ৷ উল্লেখ্য, অটলজির মরদেহে মালা দেওয়া দূরস্থান স্বামী অগ্নিবেশকে বিজেপি দফতরের ভিতরেই পৌঁছতে দেওয়া হয়নি ৷

কিন্তু কেন বারবার স্বামী অগ্নিবেশের উপর এই আক্রমণ?
পাকুরের ঘটনার পর বিজেপি’র তরফে জানানো হয়, স্বামী অগ্নিবেশকে মারধরের সঙ্গে বিজেপি’র কেউ যুক্ত নয়। কিন্তু স্বামী অগ্নিবেশের যা ট্র্যাক রেকর্ড তাতে এই ধরণের ঘটনা অবাক করার মতো নয়। বহুবার নানা ধরণের বিতর্কিত মন্তব্যের অভিযোগ উঠেছে স্বামী অগ্নিবেশের বিরুদ্ধে। এমনকী গেরুয়া পরে তিনি গোমাংস খাওয়ার কথা বলেন, বলেও অভিযোগ। তাই বিভিন্ন হিন্দু সংগঠনগুলি বহু ক্ষেত্রেই তাঁর বিরুদ্ধে নানা রকমের অভিযোগ এনেছে।
অন্যদিকে স্বামী অগ্নিবেশের বক্তব্য, তিনি বিভিন্ন হিন্দু সংগঠনের তুলনায় অনেক বেশি হিন্দু। তাই তাঁকে কেউ সহ্য করতে না পেরে মারধর করে। কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ করলেও কেউ ব্যবস্থা নেয় না বলে ক্ষোভ স্বামী অগ্নিবেশের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*