আক্রান্ত হলেন জলপাইগুড়ি মহিলা থানার সেকেন্ড অফিসার সহ ৩ পুলিশকর্মী

প্রতীকী ছবি,
পক্সো মামলায় অভিযুক্তকে গ্রেফতার করে ফেরার সময় রাস্তায় আক্রান্ত হলেন জলপাইগুড়ি মহিলা থানার সেকেন্ড অফিসার সহ তিন পুলিশকর্মী। শুক্রবার ভোর রাতে জহুরি তালমা এলাকায় পক্সো মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে ধরতে যাচ্ছিলেন মহিলা থানার সেকেন্ড অফিসার গণেশ বর্ম‌ন সহ চারজন। এই সময় তাঁরা লক্ষ করেন রাস্তায় মদ্যপ অবস্থায় স্কুটার চালাচ্ছেন এক ব্যক্তি। তাকে আটকানোর চেষ্টা করতে আচমকাই ওই ব্যক্তি স্কুটার থেকে নেমে রাস্তার ধারে পড়ে থাকা একটি বাঁশ নিয়ে গণেশবাবুর উপর চড়াও হন। বাঁশের আঘাতে কপাল ফেটে যায় তাঁর।
গণেশবাবুকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন আরও এক পুলিশকর্মী ও গাড়ির চালক। অভিযোগ, তাঁদের উপরেও বাঁশ নিয়ে হামলা চালায় ওই ব্যক্তি। পরে তিনজন মিলে কোনওমতে ওই ব্যক্তিকে পাকড়াও করে থানায় নিয়ে আসেন। আজ দুপুরেই অলোক উকিল নামে ওই ব্যক্তিকে আদালতে পেশ করা হয়।
পুলিশ জানিয়েছে, ১৫ অগস্ট জহুরি তালমা এলাকায় মদ্যপ অবস্থায় এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছিল দেবাশিস রায় নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার ভোরে ওই অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে আসার পথেই ওই ঘটনা ঘটে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*