সন্ত্রাসবাদ প্রসঙ্গে কড়া বার্তা বিদেশমন্ত্রীর

সন্ত্রাসবাদ নিয়ে কড়া মন্তব্য করলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। বুধবার রাইসিনা হিলসের এক অনুষ্ঠানে এসে তিনি জানান, সমস্ত সমস্যার পিছনে রয়েছে সন্ত্রাসবাদ। যে কোনও সমাজের পক্ষেই তা অত্যন্ত ক্ষতিকর। সুষমা বলেন, বর্তমানে সব সমস্যার মূলে রয়েছে সন্ত্রাসবাদ। গত কয়েক দশকে আমরা সন্ত্রাসবাদের গতিপ্রকৃতি বদলে যেতে দেখেছি। বর্তমান ডিজিটাল দুনিয়ায় সন্ত্রাসবাদ আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। যা মানবসভ্যতার উপর আঘাত হানছে।

পাশাপাশি এদিন সুষমা স্বরাজ আরও বলেন, এক সময় সন্ত্রাসবাদকে অন্য দেশের সমস্যা হিসেবে ধরা হত। কিন্তু সে সময় আর নেই। এখন প্রধান সমস্যা হিসেবে ধরা উচিত সন্ত্রাসবাদকে। মুম্বইয়ে জঙ্গিহামলার পর আমাদের দেশও সরাসরি সন্ত্রাসবাদের শিকার। সন্ত্রাসবাদকে যারা হাতিয়ার হিসেবে ব্যবহার করে ফায়দা তুলতে চায়, তাদেরও বিষয়টি মাথায় রাখা উচিত বলে মনে করছেন বিদেশমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*