স্মিথের দুরুন্ত ডাবল সেঞ্চুরী অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখলো

দারুণ এক ডাবল সেঞ্চুরিতে পার্থের মাঠে টেস্ট স্মরণীয় করে রাখলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। অ্যাসেজের এই টেস্টেই দলে সুযোগ পাওয়া মিচেল মার্শও বড় সেঞ্চুরি করেছেন। তৃতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ৫৪৯ রান, লিড ১৪৬ রানের। স্মিথ অপরাজিত আছেন ২২৯ রানে, তাঁর সঙ্গী মিচেল মার্শের রান ১৮১।
আগের দিন অপরাজিত ছিলেন ৯২ রানে, আজ সকালে ১৩৮ বলে কেরিয়ারের ২২তম সেঞ্চুরি তুলে নেন স্মিথ। টেস্টে এটিই তাঁর দ্রুততম সেঞ্চুরি। পুরো ইনিংস-জুড়ে ওয়ানডে মেজাজে ব্যাট করে গেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক। টেস্ট কেরিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরিটি পূরণ করেছেন ৩০১ বলে। ২৪৮ রানে শন মার্শ আউট হওয়ার পর জুটি বাঁধেন ‘ছোট’ মার্শের সঙ্গে। কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকেই ডাবল সেঞ্চুরির দিকে নিয়ে যাচ্ছেন মিচেল মার্শ। এই দুজনের ব্যাটিং-তাণ্ডবে পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ৩০১ রান যোগ করেছে অস্ট্রেলিয়া। এই টেস্টের প্রথম ইনিংসে ৪০৩ রান করেছিল জো রুটের দল। ইংল্যান্ডের হয়ে দিনের একমাত্র সাফল্য অফ স্পিনার মঈন আলীর। বাকি সময়টাজুড়ে ইংলিশ ক্রিকেটাররা শুধু বলই কুড়িয়েছেন, উইকেট আর পাওয়া হয়নি। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে যে আগামী দুই দিনে ঝোড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*