মধু কোডাকে তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দিল সিবিআই আদালত

কয়লা কেলেঙ্কারীতে দোষীসাব্যস্ত ঝাড়খণ্ডেরর প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোডাকে তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দিল বিশেষ সিবিআই আদালত। এই মামলায় আরও তিনজনকে তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন দিল্লির সিবিআই আদালতের বিচারপতি ভারত প্রসার।

প্রসঙ্গত, ২০০৪ সাল থেকে ২০০৯ সালের মধ্যে ঝাড়খণ্ডের কয়লা কেলেঙ্কারী সহ একাধিক ব্লক বেআইনিভাবে এক কলকাতার সংস্থাকে বণ্টনের অভিযোগ ওঠে। তদন্তে নাম উঠে আসে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোডা, বিজয় যোশী, প্রাক্তন কয়লা সচিব এইচ সি গুপ্তা এবং ঝাড়খণ্ডের তত্কালীন মুখ্যসচিব এ কে বাসুর। পরে সকলেই দোষীসাব্যস্ত হন।

শনিবার, দিল্লির বিশেষ সিবিআই আদালত এই চারজনকে তিন বছরের কারাদণ্ডের পাশাপাশি আর্থিক জরিমানারও নির্দেশ দিয়েছে। যদিও আপাতত দিল্লি হাইকোর্টে আবেদনের জন্য দু’মাসের অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে চারজনকেই।কলকাতার ওই সংস্থাকেও ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Virus-free. www.avast.com

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*