রাফায়েল চুক্তি নিয়ে সরকারের কড়া সমালোচনা করলেন বিজেপির সাংসদ শত্রুঘ্ন সিনহা; পড়ুন!

BJP MP and actor Shatrughan Sinha addresses during a latest book discussion of Congress leader Manish Tewari entitled "Tidings of Troubled Times" at a function in New Delhi on Wednesday.Suhel Seth is also seen. Express Photo by Prem Nath Pandey. 01.11.2017.
বৃহস্পতিবার একেবারে বিরোধীদের সুরেই রাফায়েল চুক্তি নিয়ে সরকারের কড়া সমালোচনা করলেন বিজেপির সাংসদ শত্রুঘ্ন সিনহা। লখনউতে বিরোধী সমাজবাদী নেতা অখিলেশ সিং যাদবের সঙ্গে একমঞ্চে দাঁড়িয়ে তিনি কেন্দ্রীয় সরকারের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিলেন,  হিন্দুস্তান অ্যারোনোটিকসের মতো কোম্পানি আগে মিগ ও সুখোই বিমান তৈরি করেছে। তাদের বাদ দিয়ে নতুন একটি কোম্পানিকে রাফায়েলের অর্ডার দেওয়া হল কেন?
অখিলেশের মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির আর এক বিক্ষুব্ধ নেতা যশবন্ত সিনহা। লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁরা এদিন সভা করেন। শত্রুঘ্ন বলেন, ক্ষমতায় আসার উদ্দেশ্য দেশের সেবা করা। নিজের আখের গোছানো নয়।
শত্রুঘ্ন আগেও বিজেপির নানা কর্মসূচির বিরুদ্ধে মুখ খুলেছেন। এদিন সেই প্রসঙ্গ তুলে বলেন, সত্যি কথা বলা যদি বিদ্রোহ হয়, যাবে আমি বিদ্রোহী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সভাপতি অমিত শাহকে কটাক্ষ করে তিনি বলেন, বিজেপি এখন ওয়ান ম্যান শো, টু ম্যান আর্মি।
একইসঙ্গে তিনি বলেন, ফাঁকা প্রতিশ্রুতি দিয়ে, বড় বড় কথা বলে লাভ হবে না। ব্যক্তির চেয়ে দল বড়। দলের চেয়ে বড় দেশ।
২৭ সেপ্টেম্বর যশবন্ত সিনহাও টুইট করে বলেছিলেন, রাফায়েল চুক্তি নিয়ে প্রধানমন্ত্রীর মুখ খোলা উচিত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*