রঞ্জি ট্রফি ফাইনালঃ দিল্লী বনাম বিদর্ভ, প্রথমবার চ্যাম্পিয়ান বিদর্ভ

রঞ্জি ট্রফির ইতিহাসে নতুন চ্যাম্পিয়ন হলো বিদর্ভ। দিল্লীর মত হেভিওয়েট দলকে ৯ উইকেটে হারিয়ে বছরের প্রথম দিনই রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হল বিদর্ভ। ফাইনালের আগে অপ্রত্যাশিত ছিল যে গৌতম গম্ভীর, ঋষভ পন্থের মত জাতীয় দলে খেলা ক্রিকেটারদের উপস্থিতি দিল্লীকে এবছর রঞ্জিতে চ্যাম্পিয়ান করবে। কিন্তু নিজেদের উজ্জ্বল পারফরম্যান্সে তারা প্রত্যাশিত ফল পেলো। এর আগে সেমিফাইনালে কর্ণাটকের মত দলকে হারিয়েও তারা ফাইনালে ওঠে।
রঞ্জি ট্রফি ফাইনালে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বিদর্ভ। প্রথমে ব্যাট করে ২৯৫ রানে অল-আউট হয়ে যায় দিল্লি। ওপেনার গৌতম গম্ভীর ব্যর্থ হন। মাত্র ১৫ রান করে আউট হয়ে যান। এমনকি দলের অন্য ওপেনার ০ রান করেন। অধিনায়ক ঋষভ পন্থ বেশি রান করতে পারেননি। দুই ওপেনার সহ প্রথম সারির ব্যাটসম্যানরা ফিরে যাওয়ায় দিল্লি ইনিংসের হাল ধরেন ধ্রুব শোরে। ব্যাট হাতে ১৪৫ রানের ইনিংস খেলে তিনি দিল্লীকে লড়াইয়ের জায়গায় দাঁড় করান। এছাড়াও হিম্মত সিংহর ৬৬ রান উল্লেখযোগ্য। আর কেউই বড় রানের ইনিংস খেলতে পারেননি।
সেমিফাইনালে যেখানে শেষ করেছিলেন পেসার রজনিশ গুরবানি পেসার। দিল্লীর বিরুদ্ধে সেখান থেকেই শুরু করলেন তিনি। বিদর্ভের হয়ে ছ’টি উইকেট নিয়ে প্রথমেই হিরো হয়ে গিয়েছিলেন তিনি। মুলত তাঁর বলেই শেষ হয়ে যায় দিল্লি। এরপর বিদর্ভ ব্যাট করতে নেমে ৫৪৭ রানের পাহাড় গড়ে। অধিনায়ক ফয়েজ ফজল ওপেন করতে এসে ৬৭ রানের ইনিংস খেলেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে ওয়াসিম জাফরের ৭৮ রানের ইনিংস বিদর্ভকে জয়ের পথ দেখাতে শুরু করে। শেষের দিকে আদিত্য সারওয়াতের ৭৯ ও ছ’উইকেট নেওয়া রজনিশ গুরবানির অপরাজিত ৭৪ রানের ইনিংসে বড় রানে পৌঁছে যায় বিদর্ভ। দিল্লির হয়ে পাঁচটি উইকেট নেন নভদীপ সাইনি।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বড় রান করতে ব্যর্থ দিল্লি। ২৮০ রানেই অল-আউট হয়ে যায় দিল্লি। গুরবানি এবার নেন দুটো উইকেট। চার উইকেট ওয়াকাড়ের। তিনটি উইকেট নেন সারওয়াতে। বিদর্ভ দ্বিতীয় ইনিংসে এক উইকেট হারিয়ে মাত্র ৩২ রান করেই প্রথমবারের মত রঞ্জি ট্রফি জিতে নেয়। স্বাভাবিকভাবেই ম্যাচের সেরা হয়েছেন রজনিশ গুরবানি।
দিল্লীঃ প্রথম ইনিংস ২৯৫ ও দ্বিতীয় ইনিংস ২৮০
বিদর্ভঃ প্রথম ইনিংস ৫৪৭ ও দ্বিতীয় ইনিংস ৩২/১
ছবিঃ বিসিসিআই ট্যুইটার থেকে সংগৃহীত

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*