সুপ্রিম কোর্টের কাছে ক্ষমা চেয়েছি, মোদীর কাছে নয়ঃ রাহুল গান্ধী

ছবি- (এএনআই)

সু্প্রিম কোর্টে ক্ষমা চাওয়ার পরও চৌকিদার চোর হ্যায় মন্তব্য থেকে পিছু হঠছেন না রাহুল গান্ধী ৷ শনিবার সাংবাদিক বৈঠকে ফের কংগ্রেস সভাপতির মন্তব্য, সুপ্রিম কোর্টের কাছে ক্ষমা চেয়েছি ৷ কারণ বিচার প্রক্রিয়া নিয়ে মন্তব্য করেছি ৷ তার জন্যই আমি ক্ষমা চেয়েছি ৷ মোদীজি বা বিজেপির কাছে ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই নেই ৷ সত্যি এটাই চৌকিদার চোর।

তবে এখানেই শেষ না করে এদিনের সাংবাদিক সম্মেলনে মোদী সরকারকে একহাত নেন রাহুল ৷ আবারও উঠে আসে সেনা ইস্যু ৷ মোদী সরকারের বিরুদ্ধে সেনাবাহিনীকে ব্যবহার করার অভিযোগ তুলে তিনি বলেন, সেনা কারও ব্যক্তিগত সম্পত্তি নয় ৷ সেনা নিয়ে রাজনীতি করছেন মোদী ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*