রেল প্রকল্প বন্ধের চিঠি অবিলম্বে প্রত্যাহার করুক কেন্দ্র, রাজনৈতিক প্রতিহিংসা বললেন পার্থ

পিয়ালি আচার্য

শনিবার ২০ জানুয়ারি, ২০১৮ সাংবাদিক সম্মেলন করে আবারও তৃণমূল কংগ্রেস জানালো রেল ইস্যুতে তাদের স্পষ্ট বক্তব্য। কেন্দ্র বিভিন্ন ভাবে এরাজ্যের মানুষকে অপমান-অসম্মান করেছে, প্রাপ্য অধিকার থেকে বঞ্চনা করেছে। একথা বলে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, এর আগেও কেন্দ্র প্রায় ৫০টি প্রকল্প বন্ধ করে দিয়েছে, ৩৯টি প্রকল্পের অর্থ কমিয়ে দিয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা এরকম জায়গাতেই পৌঁছেছে। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন বিভিন্ন রেলপথ চালু করার মাধ্যমে বাংলার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং শহরের সঙ্গে গ্রামের মেলবন্ধনের ব্যবস্থা করেছিলেন।

পার্থ বাবু বলেন ক্ষোভের সঙ্গে জানাচ্ছি, কেন্দ্রের রেল দফতরের রাজ্যের মুখ্যসচিবকে দেওয়া চিঠি আমরা মেনে নিচ্ছিনা। এই চিঠিতে ৮টি রেল পথ বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রতিবাদ জানিয়েছেন এবং আমরাও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এর প্রতিবাদ জানাই। যদিও পূর্ব রেলের তরফ থেকে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য চিঠি প্রত্যাহারের একটি কথা বলা হয়েছে, কিন্তু আমরা মনে করি এটা বাংলার মানুষের কাছে অসম্মানের। শুধু কথার কথা নয় কেন্দ্র রেল দফতরকে এই চিঠি প্রত্যাহার করার কথা না বলা পর্যন্ত আমরা এই প্রতিবাদ চালিয়ে যাব। ৩১ জানুয়ারি অবধি সময় দেওয়া হলো, ১ ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেস এর প্রতিবাদে রাস্তায় নামবে। বাংলার মানুষ এই রাজনৈতিক প্রতিহিংসার পদক্ষেপ মেনে নেবে না, জানালেন পার্থ বাবু। এদিন এক প্রশ্নের জবাবে পার্থ চট্টোপাধ্যায় জানান, বিজেপিকে রুখতে সমস্ত অসাম্প্রদায়িক দলগুলি দিল্লিতে এক হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*