শক্তি হারাচ্ছে অক্ষি

ধীরে ধীরে শক্তি হারাচ্ছে অক্ষি। গুজরাটের সুরাটে এই ঘূর্ণিঝড়ের আছড়ে পড়ার কথা থাকলেও সেই সম্ভাবনাও ক্রমশ কমছে। একথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।

অক্ষির প্রভাবে মুম্বইয়ে অল্প বৃষ্টিপাত হয়েছে। যদিও ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। তবে, অক্ষিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তামিলনাড়ু, কেরালা ও লাক্ষাদ্বীপ। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, গভীর নিম্নচাপের কারণে আগামী তিনদিন গুজরাতের বিভিন্ন অংশে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। যদিও ধীরে ধীরে দুর্বল হচ্ছে এই ঘূর্ণিঝড়। তবে, যে কোনও পরিস্থিতির মোকাবিলার জন্য গুজরাটের সুরাত এবং সৌরাষ্ট্রের উপকূলবর্তী এলাকায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন রাখা হয়েছে।
এদিকে এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের একাধিক কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। রাজ্যে ভোটের প্রচারে আসার কথা ছিল কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীরও। কিন্তু, খারাপ আবহাওয়ার কারণে গুজরাটের মোরবিতে তাঁর চপার অবতরণ করতে পারেনি। ২টি র‌্যালি বাতিল করা হয়েছে।
অক্ষির দাপটে এখনও পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানানো হয়েছে। তামিলনাড়ু এবং কেরালায় নিখোঁজ অনেকে। নিখোঁজরা প্রত্যেকেই মৎস্যজীবী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*