দিদার সঙ্গে মুম্বই ফিরলো মোসে

ভারতে এল মোসে হোল্টবার্গ। মঙ্গলবার সকালে মুম্বই পৌঁছয় সে। সঙ্গে এসেছেন তার দিদা সান্দ্রা স্যামুয়েল। গত বছর ইজরায়েল সফরে গিয়ে তাকে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে ১৮ জানুয়ারি মুম্বই হামলায় নিহতদের স্মৃতিতে একটি সৌধের উদ্বোধন করবেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁর সঙ্গে থাকবেন মোসে।

প্রসঙ্গত, ২০০৮ সালের ২৬ নভেম্বরের ভয়ঙ্কর ওই হামলায় পাক জঙ্গিদের গুলিতে মারা ‌যান মোসের বাবা-মা। হামলার সময়ে মোসের বয়স ছিল মাত্র ২ বছর। তার জীবন রক্ষা করেছিলেন তার দিদা। উল্লখ্য, গতবছর ইজরায়েল সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেইসময় দাদু-দিদাকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে মোসে। প্রধানমন্ত্রী কথা বলেন মোসের ভারতীয় দিদিমা সান্দ্রা স্যামুয়েলসের সঙ্গেও। নরিম্যান হাউজে হামলা চলাকালীন কোনওরকমে ২ বছরের মোসেকে নিয়ে পালিয়ে আসতে সক্ষম হয়েছিলেন সান্দ্রা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*