যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পেলেন ময়ূরাক্ষীর পিতা-পুত্র জুটি সৌমিত্র-প্রসেনজিত্‍

রবিবার প্রিয়া প্রেক্ষাগৃহে ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অ্যাওয়ার্ড অনুষ্ঠানকে ঘিরে ছিল চাঁদের হাট। সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক গঙ্গোপাধ্যায় সকলে ছিলেন এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। ‘ময়ূরাক্ষী‘ ছবির জন্য যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পেলেন রিল লাইফের পিতা-পুত্র সৌমিত্র চট্টোপাধ্যায় এবং প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে যুগ্মভাবে এই সম্মান পেয়ে আপ্লুত প্রসেনজিত্‍। এই সৌমিত্র চট্টোপাধ্যায়কে তাঁর অভিনয় জীবনের ‘শিক্ষক’ হিসাবে অভিহিত করেন তিনি। WBFJA অ্যাওয়ার্ডে একাধিক পুরস্কার জিতে নেন পরিচালক অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়।
এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরার তালিকাঃ-
সেরা ছবি: ময়ূরাক্ষী (পরিচালক-অতনু ঘোষ)
সেরা অভিনেতা: সৌমিত্র চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (ময়ূরাক্ষী)
সেরা অভিনেত্রী: জয়া আহসান (বিসর্জন)
সেরা পরিচালক: কৌশিক গঙ্গোপাধ্যায় (বিসর্জন)
সেরা পার্শ্ব অভিনেতা: কৌশিক গঙ্গোপাধ্যায় (বিসর্জন)
সেরা পার্শ্ব অভিনেত্রী: মমতা শঙ্কর (মাছের ঝোল)
সেরা প্রতিশ্রুতিমান অভিনেত্রী: রুক্মিনী মৈত্র (চ্যাম্প)
সেরা জনপ্রিয় অভিনেতা : দেব (চ্যাম্প)
সেরা চিত্রনাট্য: কৌশিক গঙ্গোপাধ্যায় (বিসর্জন)
সেরা সংগীত পরিচালক: প্রয়াত কালিকাপ্রসাদ ভট্টাচার্য
সেরা খলনায়িকা: সুদীপ্তা চক্রবর্তী (ধনঞ্জয়)
সেরা কমিক অভিনেতা: লামা হালদার
সেরা জনপ্রিয় অভিনেতা: দেব (চ্যাম্প)
সেরা উদীয়মান পরিচালক: মানসমুকুল পাল (সহজ পাঠের গপ্পো)
সেরা সম্ভাবনাময় অভিনেতা: নুর ইসলাম ও সামিউল আলম
সেরা সিনেমাটোগ্রাফার: শৌমিক হালদার (আমাজন অভিযান)
সত্যজিত্‍ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট : তরুণ মজুমদার।
এছাড়াও “চ্যাম্প’ ছবির সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার পেলেন অরিজিত্‍ সিং। এই বছরের সেরা ছবি “পোস্ত’ এবং “বিবাহ ডায়ারিস’। এইদিনের অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়।
ফাইল ছবি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*