দক্ষিণ মেক্সিকোর হাইওয়েতে দুর্ঘটনা, মৃত ১০

দক্ষিণ মেক্সিকোর গুয়েরো রাজ্যের একটি হাইওয়েতে তিনটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে এবং অগ্নিকাণ্ড ঘটে। নিহত হয়েছে ১০ জন। তার মধ্যে ছিলো আমারিকা থেকে ছুটি কাটাতে আসা এক পরিবারের ৫ জন সদস্য। রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থার সচিব জানান, শুক্রবার মধ্যরাতে গন্তব্যে পৌঁছবার কিছুটা আগে আকুপলকো ও ইক্সটাপা-জিহুআতানেজোর রিসর্টের সাথে সংযুক্ত হাইওয়েতে দুটি SUV গাড়ি এবং একটি মোটরসাইকেলর মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে।
দুর্ঘটনায় পাঁচজন পর্যটক ও তাদের ভ্যানের ড্রাইভার ও তার সহকারী নিহত হন। ১৮ ও ৮ বছর বয়সী দুই ছেলেমেয়ে, যারা পরিবারের সাথে ভ্রমণ করছিল, দুর্ঘটনায় বেঁচে গিয়েছে এবং তাদেরকে কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের মতে, পরিবারটি এতোয়াক ডি আলভারেজ শহর থেকে যাত্রা শুরু করে এবং দুর্ঘটনার সময় তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর মাত্র ১৫ মিনিট ছিল। অবশিষ্ট মৃত তালিকার মধ্যে ছিল দ্বিতীয় SUV গাড়ির ৭৬ বছর বয়েসী ড্রাইভার এবং মোটরসাইকেলে থাকা দুইজন আরোহী। এই তিনজন টেক্পন দে গালানা শহরে ছিলেন, যেখানে দুর্ঘটনা ঘটে। মেক্সিকোর কর্মকর্তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*