পুজোর কদিন যাতায়াতের সুবিধার জন্য অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ, পড়ুন!

কলকাতা শহরে দুর্গা পুজোর আমেজ কিন্তু মহালয়ার আগে থেকেই ভরপুর। উদ্বোধন হয়ে গিয়েছে শহরের বেশ কিছু বিখ্যাত পুজো। হাতে গোনা যে কটা পুজো বাকি রয়েছে সেগুলোও ষষ্ঠীর আগেই উদ্বোধন হয়ে যাবে। ইতিমধ্যেই রাস্তায় নেমেছে মানুষের ঢল। প্রতিমা দর্শনে উৎসাহী জনতা ভিড় জমিয়েছেন বিভিন্ন মণ্ডপে। আর পুজোর কদিন জন সাধারণের যাতায়াতের সুবিধার জন্য অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। যার ফলে নিমেষেই আপনি পৌঁছে যেতে পারবেন শহরের উত্তর থেকে দক্ষিণে।
এক নজরে পুজো স্পেশ্যাল মেট্রো পরিষেবা-
চতুর্থী অর্থাৎ শনিবার ১৩ অক্টোবর থেকেই পুজোর ভিড় এড়াতে এবং যাতায়াতের সুবিধার্থে চলবে অতিরিক্ত মেট্রো। এ দিন মোট মেট্রো চলবে ২৮৪টি। সকাল ৮টা থেকে রাত ১১:১০ মিনিট পর্যন্ত।পঞ্চমীর দিন অর্থাৎ রবিবার ১৪ অক্টোবর সকাল থেকেই শুরু হবে মেট্রো পরিষেবা। এদিনও মেট্রো চলবে সকাল ৮টা থেকে রাত ১১:১০ মিনিট পর্যন্ত।১৫ অক্টোবর, ষষ্ঠীর দিন পুজো দেখার পাশাপাশি এ দিন রাস্তায় অফিস যাত্রীদেরও ভিড় থাকবে। কারণ বহু সংস্থাই এ দিন খোলা থাকে। এ দিন ৩০০টি মেট্রো চলবে। সবচেয়ে বেশি ট্রেন এই দিনই চালানো হবে বলে জানা গেছে। সকাল ৮টা থেকে রাত ১১:১০ মিনিট পর্যন্ত চলবে মেট্রো।১৬ অক্টোবর, সপ্তমী থেকে ১৮ অক্টোবর নবমী পর্যন্ত প্রতিদিন ২২৪টি মেট্রো চলবে। দুপুর ১টা ৪০ মিনিট থেকে পরের দিন ভোর ৪টে পর্যন্ত চলবে মেট্রো।১৯ অক্টোবর, দশমী- এই দিন মোট ট্রেন চলবে ১১৮টি। দুপুর ১টা ৪০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত চলবে মেট্রো। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*