অনির্দিষ্ট কালের জন্য বন্ধ দিল্লির ম্যাক্স হাসপাতাল, চরম ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা

চিকিৎসায় গাফিলতির অভিযোগে শুক্রবারই দিল্লির ম্যাক্স হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে কেজরিওয়াল সরকার। আর শনিবার সকাল থেকেই হাসপাতালে চিকিৎসার জন্য আসা রোগীদের একের পর এক ফিরিয়ে দেওয়া হচ্ছে। বন্ধ করে দেওয়া হয়েছে বর্হিবিভাগও। ঘটনার জেরে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে রোগী ও তাদের আত্মীয়দের। পাশাপাশি, এদিন ডায়ালিসিস করাতে আসা রোগীদেরও ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

শনিবার ম্যাক্স হাসপাতালে আসা এমনই এক রোগীর পরিবারের অভিযোগ, হাসপাতাল বন্ধ করার হলে কর্তৃপক্ষের উচিত ছিল বিকল্প কোন ব্যবস্থা করে তবেই বন্ধ করা। শুক্রবারই চিকিৎসায় গাফিলতির অভিযোগে ম্যাক্স হাসপাতালের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়। প্রসঙ্গত, এক পরিবারের হাতে প্লাস্টিক মুড়ে যমজ সন্তান তুলে দেওয়ার অভিযোগ ওঠে। হাসপাতালের তরফ থেকে জানানো হয় যমজ সন্তান দুটি মারা গিয়েছে, কিন্তু হঠাৎই সৎকারের সময় বেঁচে ওঠে এক শিশু। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় দিল্লির ম্যাক্স হাসপাতালে।
এদিকে এই ঘটনা দিল্লিতে আলোড়ন ফেলে দেয়। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল হুঁশিয়ারি দিয়ে বলেন, এমন ঘটনা বরদাস্ত করা হবে না। পরিষেবার নামে লুঠ কিছুতেই বরদাস্ত করা হবেনা।

এদিকে, হাসপাতালের গাফিলতি খতিয়ে দেখতে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির রিপোর্ট স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের কাছে জমা পড়ে। রিপোর্টটি খতিয়ে দেখার পরই হাসপাতালের লাইসেন্স অনির্দিষ্ট কালের জন্য বাতিল করার সিদ্ধান্ত নেয় দিল্লি সরকার। জানা গিয়েছে, সরকারই হাসপাতাল কতৃপক্ষকে নতুন রোগী ভর্তি না করার নির্দেশ দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*