লন্ডনে নিবেদিতার বাড়ির উদ্দেশ্যে মমতা

শুক্রবার ১০ নভেম্বর ২০১৭ সন্ধার ফ্লাইটে লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার আগে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন তিনি। দুবাই হয়ে শনিবার সকালে লন্ডনে পৌঁছোবেন তিনি। রবিবার ১২ নভেম্বর সিস্টার নিবেদিতার জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষে লন্ডনে এক বিশেষ অনুষ্ঠানে নিবেদিতার বাড়িতে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী। ভারতে আসার আগে এই বাড়িতেই থাকতেন নিবেদিতা। এই বাড়িটিকে হেরিটেজ তকমা দেবে ইংলিশ হেরিটেজ সংস্থা। তারই ফলকপ্রস্তর বসানোর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমন্ত্রিত। এই অনুষ্ঠানের আগাম শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা রামকৃষ্ণ মিশনের মহারাজরাও উপস্থিত থাকবেন। থাকবেন নিবেদিতার পরিবার-পরিজন। থাকবেন লন্ডনে ভারতীয় রাষ্ট্রদূতও।

এর পাশাপাশি লন্ডনে কয়েকজন শিল্পপতির সঙ্গে বাংলায় বিনিয়োগ নিয়েও আলোচনা হবে। অনাবাসী ভারতীয়দের সঙ্গেও আছে গুরুত্বপূর্ণ আলোচনা। লন্ডন থেকে মুখ্যমন্ত্রী যাবেন এডিনবার্গ। গুরুত্বপূর্ণ এই শহরের শিল্প সম্মেলনের আয়োজন করা হয়েছে। ওখানে ১৬ নভেম্বর শিল্পপতিদের সঙ্গে মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর সঙ্গে বাংলার বিশিষ্ট কয়েকজন শিল্পপতিও যাচ্ছেন।

মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে লন্ডনে বসবাসকারী ভারতীয়দের মধ্যে প্রবল উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*