আজ মহাষষ্ঠী, চলছে শেষ মুহূর্তের তোড়জোড়; পড়ুন!

শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজো ৷ আজ ষষ্ঠী ৷ পুজোর প্রতিটা দিনের মতো ষষ্ঠীর দিনেরও রয়েছে বিশেষ বৈশিষ্ট৷ আবার বাঙালি লৌকিকতা মেনে বছরভর নানা রকম ষষ্ঠী পালিত হলেও দুর্গাষষ্ঠীর রয়েছে বিশেষ মহিমা ৷ জেনে নিন ষষ্ঠীর গল্প ৷ এই দিনই মায়ের বাড়িতে বরণ করে নেওয়া হয় পার্বতীকে৷ আর তাই এই দিনই হয় দেবীর বোধন৷ এরপর থেকে তিন দিন মায়ের বাড়িতে থাকবেন উমা৷ এই দিন কাত্যায়ণী রূপে পূজিতা হন মা দুর্গা৷ শাক্ত সম্প্রদায় এদিন কাত্যায়ণী রূপেই মায়ের পুজো করে৷ একই ভাবে অন্যান্য ষষ্ঠীর মতোই দুর্গা ষষ্ঠীও মায়েদের জন্য বিশেষ দিন৷ এই দিনও সন্তানের মঙ্গল কামনায় মায়েরা উপোস করেন৷ এই দিন অন্নগ্রহণ করেন না তাঁরা৷
আজ মহাষষ্ঠী ৷ পুজো সবার খুব ভাল কাটুক ৷ মায়ের আগমনে সব দুঃখ হোক দূর সংসারে হয়ে উঠুক সুখ ৷ বাঙালির শ্রেষ্ঠ উৎসবের সূচনা হয়ে গিয়েছে ৷ তার সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে ব্যস্ততা ৷ লাস্ট মিনিটে কোনও কিছু মিস হয়ে যাচ্ছে না তো ? এখনও চলছে কেনাকাটার ফাইনাল টাচ ৷
আইলাইনার থেকে লিপস্টিক, মাসকারা থেকে লিপলাইনার, নামি-দামি সুগন্ধি থেকে আলট্রামর্ডান অলঙ্কার কোনও কিছুই কি বাদ পড়েছে ? এই নিয়েই চলছে শেষ মুহূর্তে তুমুল ব্যস্ততা ৷ তবে আজ সব প্রস্তুত ৷ পুজোর ঢাকে কাঠি পড়েছে মায়ের বোধন যেন আকাশে বাতাসে এনে দিয়েছে না পাওয়া পাওয়ার আনন্দ ৷
চারটি দিনের জন্য উমা বাপের বাড়ি ছেলে মেয়েদের নিয়ে শারদ শুল্কা পঞ্চমীতে চলে এসেছেন চারটি দিন বাপের বাড়ির স্নেহ যত্ন নিয়ে দশমীতে বিষন্ন করে চলে যায় সবার মা, মা দুর্গা ৷ বাঙালির চিরন্তন এই রীতিনীতি মেনেই সব উমারই পুজোর চারডিন বাপের বাড়িতে কাটাতেন আসেন ৷ সে যতই থাকুক না ব্যস্ততা ৷ এই চারটে দিন অন্য কোনও কাজ নো ওয়ে ৷
পুজোর আনন্দে কম যায়না কচি কাচারা শহর থেকে শহরতলি, প্রত্যন্ত গ্রাম থেকে শহুরে রাজপথ পুজোর আলোয় চোখ রাঙিয়েছে পুজো না দেখা চরম নাস্তিকও ৷ সর্বত্র মানুষ দুর্গাপুজোর আনন্দে মেতেছেন ৷
আজ মহাষষ্ঠী তবে প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখার উন্মাদনা আগে থেকেই চোখে পড়েছে ৷ গতকাল মহাপঞ্চমীতেও শহর থেকে গ্রামে নেমেছিল মানুষের ঢল ৷ আজও জনস্রোতে ভাসবে তিলোত্তমা ৷ মায়াবী আলোয় আলোকিত হোক উৎসবের মরশুম ৷ সবার জীবনেই মা করুণাময়ী নিয়ে আসুক শান্তি ও সমৃদ্ধি ৷ পুজোর কটা দিন দূরে থাক সব না পাওয়াগুলি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*